উত্তরপাড়ায় গঙ্গার পাড় লাগোয়া আবাসন প্রকল্পগুলি বিধিভঙ্গ করে তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে উত্তরপাড়া পুরসভাকে নির্দেশ দিল কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ।
দীর্ঘ দিন ধরেই উত্তরপাড়া-সহ হুগলির বিভিন্ন এলাকায় গঙ্গার পাড়ে বেআইনিভাবে নানা নির্মাণের অভিযোগ উঠছিল। বিষয়টি নজর এড়ায়নি পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষেরও। এবার সরাসরি তা দেখতে নির্দেশ দিয়ে চিঠি দিল পোর্ট ট্রাস্ট। উত্তরপাড়ায় প্রস্তাবিত ফিল্ম সিটি লাগোয়া গঙ্গার পাড়ে এই মূহুর্তে অন্তত ২৫টি আবাসন প্রকল্প হচ্ছে।
ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই কোনও ধরনের নিয়মরীতির তোয়াক্কা না করেই ওই সব প্রকল্প তৈরি হচ্ছে। পরিবেশবিধি লঙ্ঘিত হচ্ছে। উত্তরপাড়া পুর কর্তৃপক্ষ ছাড়াও, এই একই বিষয়ে জেলার অন্যান্য পুরসভাগুলিকেও এই নির্দেশ দিচ্ছে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ।
পরিবেশবিধি না মানায় চন্দননগর এবং উত্তরপাড়ায় গঙ্গায় নানা জায়গায় ভাঙন লক্ষ্য করা যাচ্ছে। তা সত্ত্বেও দুটি এলাকাতেই গঙ্গার পাড়ে নানা আবাসন প্রকল্পের কাজ চলছে রমরমিয়ে। পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ পুরসভাকে নির্দেশ দিয়েছে, গঙ্গা থেকে ৪৭.৫ মিটারের মধ্যে কোনও নির্মাণের কাজ যাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে।
বস্তুত উত্তরপাড়ায় ইতিমধ্যেই একটি ইটভাটার জমি বুজিয়ে বড় দুটি আবাসন প্রকল্প তৈরি করার কাজ চলছে। ওই প্রকল্পে গঙ্গার সঙ্গে ইটভাটার সংযোগকারী যে খাঁড়িটি ছিল সেটি বুজিয়ে ফেলা হয়েছে। গঙ্গার পাড়ে আকাশচুম্বি বড় বড় ক্রেন লাগিয়ে প্রকল্পের কাজ করা হচ্ছে। অভিযোগ, এই প্রকল্পের কাজের জেরেই ভদ্রকালী শিবতলা লাগোয়া ওই প্রকল্পের এলাকায় গঙ্গা ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়ে এসেছে। এছাড়া উত্তরপাড়া দোলতলা এলাকায় গঙ্গার পাড়ে জিটি রোডের ধারে হঠাৎ-ই একটি সীমানা প্রাচীর দেওয়া হয়েছে।
এ দিনই উত্তরপাড়া পুরসভার মেয়র-ইন-কাউন্সিল দিলীপ যাদব এবং ইন্দ্রজিৎ ঘোষ বলেন,“গঙ্গা লাগোয়া ওই জমি যাঁরা ঘিরেছেন, পুর কর্তৃপক্ষকে তাঁরা যথাযথ নথি দেখাতে পারেননি। ওই প্রাচীরের ফলে এই বার দুর্গা ঠাকুরের ভাসানেও পুজো উদ্যোক্তারা অসুবিধায় পড়বেন।” |