তিন দিন হয়ে গেলেও খোঁজ মিলল না গোঘাটের তেঁতুলমুড়ি গ্রামের নিখোঁজ তিন ছাত্রের। পুলিশ জানিয়েছে, ছাত্রদের খোঁজ চলছে। কাজ বা অন্য কোনও প্রলোভন দেখিয়ে কেউ তাদের ভিন রাজ্যে নিয়ে গিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় সিঙ্গরাপুর হাইস্কুলের দশম শ্রেণির দেবদূত দলুই, নবম শ্রেণির মনোজ সাঁতরা এবং অষ্টম শ্রেণির শুকদেব পালুই পাশের রাঙামাটি গ্রামে প্রাইভেট টিউশন নিতে যাওয়ার জন্য বেরিয়েছিল। সাড়ে ন’টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় দুপুরে থানায় অভিযোগ করেন বাড়ির লোক। নিখোঁজ ছাত্রদের পরিবারের লোকেরা জানিয়েছেন, বাড়ি থেকে কোনওরকম টাকা পয়সা নিয়ে বেরোয়নি তাঁরা। আগে কখনও এমন হয়নি। ওই ছাত্রদের কাছে কোনও মোবাইলও নেই।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডানকুনিতে এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানায়, মৃত ওই দম্পতির নাম রবীন্দ্রনাথ সাহা (৪৫) ও ঝুমা সাহা (৪০)। তাঁদের বছর বারোর পুত্রসন্তান রাজীবকে শ্রীরামপুর ওয়ালশ্ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার ডোমজুড়ের মণ্ডলপাড়ার বাসিন্দা ওই দম্পতি তাঁদের পুত্রসন্তান রাজীবকে সঙ্গে নিয়ে মোটরবাইকে ফিরছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে একটি ট্রাক তাঁদের মোটরবাইকের পেছনে ধাক্কা মারলে তারা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রবীন্দ্রনাথের মৃত্যু হয়। পিছনে বসে থাকা তাঁর স্ত্রী ঝুমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।
|
অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে ধরল পুলিশ। শুক্রবার রাতে তারকেশ্বরের গঙ্গারামবাটি এলাকায় জড়ো হয়েছিল বেশ কয়েক জন দুষ্কৃতী। শেখ মোক্তার আলি নামে এক দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। তার বাড়ি পিয়াসাড়া গ্রামে। বাকিরা পলাতক। ধৃতের কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। আরামবাগ-তারকেশ্বর রোডে মোটরবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা জমায়েত হয়েছিল বলে পুলিশ জানচে পারে। ওই দুষ্কৃতীর বিরুদ্ধে আরামবাগ, সিঙ্গুর, পুড়শুড়া-সহ হুগলি ও বর্ধমানের কয়েকটি থানায় ডাকাতি ও মোটরবাইক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
|
বচসার জেরে এক বন্ধু ছুরি বসাল অন্য বন্ধুর গলায়। শুক্রবার রাতে বাদুড়িয়ার কেওটশা গ্রামের ঘটনা। সালাম মণ্ডল নামে আহত ওই যুবক বসিরহাট হাসপাতালে ভর্তি। অভিযুক্ত সাজাহান গাইন ধৃত। |