টুকরো খবর |
স্বামীর মৃত্যুর ৫০ বছর পর পেনশন পেলেন বৃদ্ধা |
সরকারি কলেজের শিক্ষক স্বামীর মৃত্যুর ৫০ বছর পর তাঁর পেনশন পেলেন এক মহিলা! ওড়িশার কেন্দাপড়ায়। ভুবনেশ্বরের বিজেবি কলেজে ইংরেজি পড়াতেন জানকীনাথ নন্দ চৌধুরী। ১৯৬২ সালের জুন মাসে মহানদীতে তলিয়ে মৃত্যু হয় তাঁর। কঠিন বাস্তবের মুখে দাঁড়ান তাঁর স্ত্রী হরপ্রিয়া দেবী। ৭৭ বছরের ওই বৃদ্ধা আজ বলেন, “তখন আমার বয়স ২৬। দু’টি সন্তান। ওদের নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। পেনশনের জন্য প্রশাসনের দরজায়-দরজায় ঘুরেছি। লাভ হয়নি।” ছোটখাটো চাকরি করতে শুরু করেন তিনি। কাজ পান একটি স্কুলে। সরকারি লাল-ফিতের ফাঁসের বিরুদ্ধে তাঁর লড়াই কিন্তু বন্ধ হয়নি। তিনি বলেন, “প্রত্যেক বছর শিক্ষা দফতরে যেতাম। অফিসাররা বলতেন, আমার স্বামী ১০ বছর চাকরি করেননি। সে জন্য তাঁর পরিবার পেনশন পাবে না।” ওই যুক্তি মানতে চাননি হরপ্রিয়াদেবী। রাজ্যের পেনশন সংক্রান্ত নিয়ম-কানুন খুটিয়ে পড়েন তিনি। এরপর, বিভিন্ন মহলে চিঠিও পাঠাতে শুরু করেন। শেষ পর্যন্ত এ বিষয়ে নড়েচড়ে বসে ওড়িশা প্রশাসন। বৃদ্ধা জানান, তাঁকে মাসে ৬ হাজার টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্ঘটনার সময় তাঁর স্বামীর বেতন ছিল ৩৪০ টাকা। তার ভিত্তিতেই পেনশন ঠিক করা হয়েছে। এককালীন ৬ লক্ষ ৭০ হাজার টাকাও তাঁকে দেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বদ্রীনারায়ণ পাত্র বলেছেন, “ওই কলেজ শিক্ষকের পরিবার নায্য অধিকার পাওয়ায় আমরা খুশি।”
|
ধৃত প্রধান শিক্ষক |
মিড-ডে মিলে বেনিয়ম নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক শিক্ষিকা। হুমকি দেওয়ার নালিশও জানানো হয়। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হল। জেলাশাসকের নির্দেশে সাসপেন্ডও করা হয় তাঁকে। পুলিশ জানায়, ১ অক্টোবর অভিযোগকারিণী শিক্ষিকা গণধর্ষণেরও শিকার হন। ঘটনায় জড়িত একটি চা বাগানের দুই শ্রমিককে গ্রেফতার করা হয়। এর পিছনে ধৃত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের যোগসাজস রয়েছে কি না, তাও দেখছেন তদন্তকারীরা। দরং জেলার দলগাঁওয়ের নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে মুসলিমুদ্দিন এবং জয়নাল আবেদিন নামে দুই শ্রমিক ধর্ষণ করে বলে অভিযোগ। পনেরো দিন আগে, স্কুলে মিড-ডে মিল নিয়ে রহমানের বিরুদ্ধে অতিরিক্ত জেলাশাসকের কাছে নালিশ জানিয়েছিলেন ওই শিক্ষিকা। অভিযোগ, এরপর থেকেই রহমান তাঁকে হুমকি দিচ্ছিলেন। গণধর্ষণের ঘটনাও ঘটে এরপরই। স্থানীয় স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারা অভিযোগকারিণীকে ‘অপরাজিতা’ নাম দিয়ে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন করছেন। নগাঁওতেও শিক্ষকেরা দোষীদের ফাঁসি চেয়ে মিছিল করেন। শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বিশেষ আদালত গড়ে দোষীদের চরম শাস্তি দেওয়ার কথা বলেছেন।
|
রাহুলকে আনার তোড়জোড় |
নরেন্দ্র মোদীকে কলকাতার ব্রিগেডে নিয়ে গিয়ে যখন পশ্চিমবঙ্গে জমি তৈরির চেষ্টা করছে বিজেপি, তখন রাহুল গাঁধীকেও রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস। দিল্লিতে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, রাহুলকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে কলকাতায়। রাজ্যের কংগ্রেস সাংসদ তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর বিরুদ্ধে আনা খুনের অভিযোগের প্রতিবাদেও একগুচ্ছ কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস। ৯ অক্টোবর রাসমণি রোডে প্রতিবাদ সভা করার পরে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবেন নেতারা। পুজোর পরে জেলায় জেলায় প্রতিবাদ সভা করা হবে। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, অধীরকে ফাঁসিয়েছে তৃণমূল।
|
দুরন্ত এক্সপ্রেসের ভাড়া বাড়ছে |
দুরন্ত এক্সপ্রেসের শীতাতপ-নিয়ন্ত্রিত শ্রেণির ভাড়া বাড়ছে চলতি মাসেই। ১০ অক্টোবর থেকে এই ট্রেনের শীতাতপ-নিয়ন্ত্রিত শ্রেণির ভাড়া টিকিট প্রতি ১০০ থেকে ১২০ টাকা হারে বাড়ছে। রেল বোর্ডের সদস্য দেবীপ্রসাদ পাণ্ডে জানিয়েছেন, দুরন্তের পরিষেবা রাজধানী ও শতাব্দীর মতোই। কিন্তু, ভাড়া ছিল কম। তাই ভাড়া বাড়িয়ে রাজধানী-শতাব্দীর সমান করা হয়েছে। তবে স্লিপার ও শীতাতপহীন চেয়ার কারের ভাড়া বাড়ছে না।
পুরনো খবর: ভাড়া বাড়িয়ে দীনেশ-লাইনেই ছুটল রেল |
আত্মবিশ্বাসী অরবিন্দ |
আসন্ন দিল্লির ভোটে জিতে আম আদমি পার্টি ২৯ ডিসেম্বর বিধানসভায় লোকপাল বিল পাশ করাবে বলে দাবি করলেন দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল। শনিবার তিনি বলেন, “২৯ ডিসেম্বর তারিখটি বেছে নেওয়া হয়েছে, কারণ ২০১১ সালের ওই দিনেই লোকসভায় বিলটি ছিঁড়ে ফেলেছিলেন এক সাংসদ।”
|
দেহ উদ্ধার |
বছর উনিশের এক জার্মান মহিলার দেহ উদ্ধার হল ফরিদাবাদের রেল লাইন থেকে। জেউথ আইনো এহনাস নামে ওই মহিলা গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করার জন্য ভারতে এসেছিলেন। এহনাসের কোনও খবর না পাওয়ায় তাঁর বন্ধুরাই পুলিশকে জানায়।
|
অপহৃত ব্যবসায়ী |
চা বাগানে অপহৃত হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে অসম-অরুণাচল সীমানায়। পুলিশ জানায়, গত সন্ধ্যায় শোণিতপুর জেলার গোহপুর-বুরোই চা বাগান এলাকায় রামগোপাল অগ্রবাল নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই দুষ্কৃতী। তারা মোটরসাইকেলে সেখানে গিয়েছিল। ওই সময় স্থানীয় থানার পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। কিন্তু, দুষ্কৃতী অরুণাচলের টেঙাবাড়ির দিকে পালায়। তল্লাশি চালাচ্ছে। |
|