১২ ঘণ্টার লড়াই, আডবাণীর উপরে হামলাকারীরা ধৃত |
সংবাদ সংস্থা • চেন্নাই |
তখনও ভোরের আলো ফোটেনি। অন্ধ্রপ্রদেশের পুত্তুর এলাকার একটা বাড়ি থেকে হঠাৎ ভেসে এল গুলির আওয়াজ। কী হয়েছে জানতে অবশ্য কাছে যাওয়ার উপায় নেই। ঘটনাস্থলের চার দিকে এক কিলোমিটার এলাকা জুড়ে তখন কড়া পুলিশি প্রহরা। প্রায় ১২ ঘণ্টা ধরে গুলির লড়াই চলার পরে অবশেষে অন্ধ্র পুলিশের তরফে জানানো হল, ২০১১ সালে আডবাণীর কনভয়ে পাইপ বোমা হামলার ঘটনায় অভিযুক্ত পান্না ইসমাইল আর বিলাল মালিককে গ্রেফতার করা হয়েছে। |
|
সন্দেহভাজন দুই জঙ্গির বাড়ি ঘিরে ফেলেছে সেনা। শনিবার পুত্তুরে। |
জয়ললিতার নির্দেশে কয়েক দিন আগে গঠিত হয় তামিলনাড়ু পুলিশের বিশেষ দল। মূলত চলতি বছরের জুলাই মাসে বিজেপি ও সঙ্ঘ পরিবারের দুই নেতা খুনে দোষীদের ধরতেই তৈরি হয় ওই দল। তাদেরই হাতে গত কাল ধরা পড়েছিল ফকরুদ্দিন। তাকে জেরা করতে গিয়েই জানা যায়, ওই দুই নেতা খুনে যোগ ছাড়াও ২০১১ সালে আডবাণীর কনভয়ে পাইপ বোমা হামলার ঘটনায়ও জড়িত ছিল বিলাল, পান্না, ফকরুদ্দিন ও আবু বকর সিদ্দিকী। তামিলনাড়ুর ডিজিপি কে রামানুজন জানান, আডবাণীর কনভয়ে পাইপ বোমা হামলার ঘটনায় চার অভিযুক্তের এক জন ফকরুদ্দিনকে গত কাল গ্রেফতার করেছিল সে রাজ্যের পুলিশ। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই অন্ধ্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে তামিলনাড়ু পুলিশ। এর পরেই মাঝ রাতে পুত্তুরের বাড়ি ঘিরে ফেলা হয়। পুলিশের কাছে খবর ছিল, ওখানেই লুকিয়ে পান্না আর বিলাল। পুলিশের এসেছে বুঝেই গুলি ছুড়তে থাকে পান্নারা। পাল্টা গুলি চালায় পুলিশও। সংঘর্ষে এক অফিসার গুরুতর আহত হন। প্রায় ১২ ঘণ্টা গুলির লড়াই চলার পরে দুপুর বেলায় পুলিশ পুত্তুরের ওই বাড়িতে ঢুকতে পারে। গ্রেফতার হয় পান্না, বিলাল। প্রায় ১৭ কেজি বিস্ফোরক এবং ১৪১টি ডিটোনেটর হয়। অক্টোবরেই চেন্নাই আসার কথা নরেন্দ্র মোদীর। |
|
ধৃত জঙ্গি। |
বিলালরা তার আগে বড়সড় কোনও বিস্ফোরণ ঘটানোর ছক কষছিল বলেই মনে করছে পুলিশ। পুত্তুরের ওই বাড়ি থেকে বিলালের স্ত্রী এবং ছেলে মেয়েকেও উদ্ধার করা হয়েছে। তাঁরা অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
|
ছবি: পিটিআই। |
|