|
|
|
|
নিবেদিতার বাড়ি সংস্কার, টাকার জোগান নিয়ে চিন্তা |
নিজস্ব সংবাদদাতা |
দীর্ঘ টালবাহানার পরে মালিকানা মিললেও এখনও কাটেনি আশঙ্কার মেঘ।
বাগবাজারের ১৬ নম্বর বোসপাড়া লেনে ভগিনী নিবেদিতার স্মৃতিজড়িত পুরনো বাড়িটি মার্চ মাসেই হাতে পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন। কিন্তু বাড়িটির সংস্কারে যে খরচ হবে তার সংস্থান নিয়েই চিন্তায় মিশন কর্তৃপক্ষ। যদিও ৭ অক্টোবর, সোমবার বাড়িটির সংস্কারের কাজের সূচনা করতে চলেছেন তাঁরা। |
|
রামকৃষ্ণ সারদা মিশনের সহ-সম্পাদক প্রব্রাজিকা জ্ঞানদাপ্রাণা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় বাড়িটি পেয়েছি। সাধারণ মানুষকে এর ইতিহাস বিষয়ে সচেতন করতেই বাড়িটি পুনরুজ্জীবিত করতে হবে। তবে তার বিপুল ব্যায়ভার বহন করা আমাদের একার পক্ষে সম্ভব নয়।” মিশন সূত্রে খবর, বাড়িটির সংস্কারে প্রায় ১২ কোটি টাকা খরচ ধার্য হয়েছে।
মার্চে বাড়িটি অধিগ্রহণ করে মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীর্ণ বাড়িটির বহু জায়গায় কংক্রিটের চাঙড় খসে পড়ছে। জল চুঁইয়ে পড়ছে। আগাছাও গজিয়েছে দেওয়ালে। আবার পরবর্তীতে অনেক অংশ নিজেদের মতো বদলে ফেলেছিলেন বাড়ির মালিক।
মিশনের তরফে প্রব্রাজিকা অশেষপ্রাণা বলেন, “মূল কাঠামো বজায় রেখে প্রয়োজন মতো বাড়িটির কিছু অংশ ভাঙতে হবে। পুরো সংস্কারই হবে পুরনো নকশাঅনুযায়ী। কাজের জন্য নিবেদিতার লেখা, পুরনো ছবি ব্যবহার করা হবে।” সংস্কারের পরে নিবেদিতার ব্যবহৃত জিনিস, ব্যক্তি ও কর্মজীবনের নিদর্শনের সংগ্রহশালা, গবেষণাকেন্দ্র তৈরি হবে। |
|
|
|
|
|