আদালত থেকে পালিয়ে যাওয়া কয়েদিকে অবশেষে গ্রেফতার করা হল। ধৃতের নাম রঞ্জন ঢল। শুক্রবার, ভিআইপি রোডে লেকটাউন ও বাঙুরের মাঝে সার্ভিস রোড থেকে ধরা হয় তাকে। তার কাছে মিলেছে একটি রিভলবার ও কয়েক রাউন্ড গুলি। ধৃতকে শনিবার সল্টলেক এসিজেএম আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। সপ্তাহ দুই আগে একটি চুরির ঘটনায় ওড়িশা থেকে চার জনকে ধরে পুলিশ। আদালতে ধৃতদের পেশ করার সময়ে রঞ্জন আদালত থেকে পালায়। বিভাগীয় তদন্ত শুরুর পাশাপাশি তল্লাশি শুরু করে পুলিশ। অন্য দিকে, বৃহস্পতিবার সল্টলেকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হল দুই দুষ্কৃতী। ধৃত রীতেশ সিংহ ও শুভঙ্কর সরাফ বাগুইআটি ও মহিষবাথানের বাসিন্দা। ধৃতদের থেকে ছিনতাই হওয়া হার ও লকেট মিলেছে। তাদের এ দিন সল্টলেক এসিজেএম আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ হয়।
|
ভিড়ের মধ্যে থেকে এক মহিলার হার ছিনিয়ে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে, ধর্মতলায় মোড়ের কাছ থেকে। পুলিশ জানায়, বেহালার বাসিন্দা ওই মহিলা পুজোর কেনাকাটা করতে ধর্মতলায় এসেছিলেন। চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে নিউ মাকের্ট যাওয়ার পথে তিনি দেখেন তাঁর হার নেই। পুলিশকে তিনি জানান, কেসি দাশের মোড়ের কাছে রাস্তা পার হওয়ার জন্য ভিড়ে কিছুক্ষণ দাঁড়ান। তাঁর অনুমান, তখনই তাঁর হার ছিনতাই হয়েছে।
|
প্রেমিকাকে ছুরি মেরে সোনাগাছি থেকে গ্রেফতার প্রেমিক রাজেশ জায়সবাল। তরুণী হাসপাতালে। বিয়েতে প্রত্যাখানের জন্য এই কাণ্ড করেছেন, জেরায় জানান রাজেশ। |