সাজগোজ...
ব্যাকরণ মানি না
পুজো মানেই শাড়ি, পুজো মানেই ঐতিহ্যের সাজ!
এই চলতি ফর্মুলাটা মেনে এক আধ দিন সাজগোজ চলতে পারে। যেমন অষ্টমীর সকালে, বা সন্ধিপুজোর সময় সাবেক ‘ডিভা’ লুকের মেয়েরা হয়ে উঠতে পারেন ঈশ্বরী। কিন্তু সব দিনই কি গয়নাগাঁটি, শাড়ি পরে সাজার? একঘেয়ে হয়ে যাবে না কেমন একটা? জেন ওয়াই তাই ডিভাতেও আছেন, আছেন স্পোর্টি লুকেও।
যদি ঐশ্বর্যা রাই বা দীপিকা পাড়ুকোনের স্পোর্টি লুকস্-এ পুজো স্পেশাল মেক ওভার করা যায়, কেমন হয়? সেই রকমই তো বলছেন, আঠারোয় পা দেওয়া মেঘনা। তাঁর সাফ জবাব, “আমার পুজো হট প্যান্টস আর ট্যাঙ্ক টপের পুজো।”
মেঘনার মতোই ওই বয়সি মেয়েরা আরও অনেকেই শাড়ির সাবেকিয়ানা থেকে মুখ ফিরিয়ে পুজোয় স্পোর্টি লুকস্-এর উড়ুক্কু মেজাজে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান ছকছেন। কিন্তু মনে রাখতে হবে স্পোর্টি লুকস্ মানেই এলোমেলো টমবয় লুক নয়। ডিভাদের মতো মেক আপ বা অ্যাক্সেসরিজ দিয়ে নিজেদের শরীর ভরাট না করলেও স্পোর্টি লুকস-এর এক্স ফ্যাক্টর হল এর শারীরিক গঠন আর তার সহজ- সরল- সাবলীল আবেদন আর মাধুর্য।
ডিজাইনার অগ্নিমিত্রা পল বলছেন, “স্পোর্টি আর সেক্সি লুকস্-এর ইমেজের জন্য ভি-নেক টি শার্ট, ফিটেড ট্যাঙ্ক টপ, নি-লেনথ্ হট প্যান্টস্ ওয়ার্ড্রোবে রাখতেই হবে। এর সঙ্গে স্পোর্টস্ ব্রা পরলে টোনড বডির লুকটা বেরিয়ে আসবে। হট প্যান্টস্ না পরতে চাইলে কাফ লেন্থ রঙিন বা ছাপা লেগিংস-এর সঙ্গে ফ্লুরোসেন্ট রঙের ক্রপড শার্ট আর কনট্রাস্ট জ্যাকেট পরা যেতে পারে। বেবি ব্লু, পিঙ্ক, লাইট গ্রে হল স্পোর্টি লুকস্-এর রং।”
জুতো স্নিকার্স বা ফ্যাট পাম শু্য চলতে পারে। তবে তা নিয়ন রংয়ের হলে স্পোর্টি ইমেজটা বেরিয়ে আসবে।
তবে এই ভাবে সাজতে হলে কিছু কিছু আদব কায়দা জেনে নিজেকে গড়ে তোলা প্রয়োজন। প্রথমেই যেটা মনে রাখার ছিপছিপে টানটান শরীরেই স্পোর্টি লুকের সাজ বেশি মানায়। ‘অ্যাথলেটিক ফিজিক স্ট্রাকচার’ বলতে যা বোঝায় সেটা দরকার স্পোর্টি লুকস্-এ। শরীরকে এই ধাঁচে গড়তে হলে কিছু নির্দিষ্ট আসন করতে হবে, যার হদিশ দিচ্ছেন ফিটনেস বিশেষজ্ঞ চিন্ময় রায়। এর মধ্যে রয়েছে ভুজঙ্গাসন, শলভাসন, পবনমুক্তাসন, ধনূরাসন, সর্বাঙ্গাসন এই পাঁচটি। পুজোর বাকি মাত্র ক’দিন। যাঁরা স্পোর্টি লুকে সাজতে চান তাঁরা এই ব্যায়ামগুলো অভ্যেস করলে আরও টানটান হয়ে উঠবে শরীর। ডায়েটের ক্ষেত্রেও প্রোটিন আর কার্ব ডায়েটের রুটিনে নিজের বডিকে টোনড করতে হবে বলে জানাচ্ছেন চিন্ময়। সবুজ শাকসবজি, কর্ন, সেদ্ধ চিকেন, কাজুবাদাম রোজের খাবারে রাখতেই হবে। এড়িয়ে চলতে হবে ভাত, রুটি, মাখন, মিষ্টি, ঘি।
স্পোর্টি লুকসের সঙ্গে অ্যাক্সেসরিজ কেমন হবে সেটা সম্পর্কে ধারণা থাকা জরুরি। পুজোর দিনগুলোয় অ্যাক্সেসরিজ ছাড়া স্পোর্টি লুক কিন্তু একদম জমবে না। ফাঙ্কি, নিয়ন কালারের হেয়ার ব্যান্ড, ফোরহেড ব্যান্ড, হাই পনির জন্যে কালারড পিন স্পোর্টি মেয়েদের উপস্থিতিকে বুঝিয়ে দেবে। স্পোর্টি লুকস্ নিয়ে কথা বলতে গিয়ে মেক আপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার ‘দিল তো পাগল হ্যায়’-এর করিশ্মা কপূরের ন্যুড মেক আপ লুকস্-এর কথা বললেন। তাঁর মতে,“ত্বকে যদি স্বাভাবিক ঔজ্জ্বল্য না থাকে তবে ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে। নয়তো ময়শ্চারাইজার লাগালেই চলবে। চামড়ার রং অনুযায়ী ব্লাশ অন লাগিয়ে গালকে হাইলাইট করুন। লিপস্টিকের ক্ষেত্রেও ব্রাউন বা সফ্ট পিঙ্ক শেডের দিকে যাওয়াই ভাল।”
চোখের মেক আপও খুব গুরুত্বপূর্ণ। ছিমছাম সাজে টানতে হবে যে চোখ দিয়েই। স্পোর্টি লুকস্-এ কোনও ভাবেই শ্যাডো ব্যবহার করা যাবে না। চোখ বড় বা ছোট যাই হোক, সরু করে কাজল দিলেই চোখের দীপ্তি বোঝা যাবে। সাহসী হতে চাইলে নিয়ন কালার পেন্সিল ব্যবহার করা যেতে পারে। চোখের লাস্যকে উজ্জ্বল করতে চোখের পাতায় দু কোট মাসকারার প্রলেপ লাগাতে পারেন। ঘন কাজল, স্মোকি আইজ স্পোর্টি লুকস্-এর ক্ষেত্রে এড়িয়ে চলুন। জানালেন অনিরুদ্ধ। তাঁর মতে এলোমেলো খোলা চুল এখানে চলবে না। ছোট চুল হলে আলাদা। কিন্তু লম্বা চুল হলে হাই পনি করলে চেহারাটাই অন্য রকম হয়ে যাবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.