পঞ্চায়েতে ভোটে হেরেও স্কুলভোটে জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
সদ্য পঞ্চায়েত নির্বাচনে এলাকা থেকে প্রায় ধুয়ে মুছে গিয়েছে সিপিএম। তবু সেই এলাকাতেই স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন সিপিএম মনোনীত প্রার্থীরাই। ঘটনাটি রাইপুর ব্লকের নেপুরা কুমারআরা সম্মিলনী বীণাপানি হাইস্কুলের। শুক্রবার এখানে স্কুল ভোট হয়। ৬টি আসনেই সিপিএম ও তৃণমূলের মোট ১২ জন প্রার্থী ছিলেন। সিপিএম প্রার্থীরা সবক’টি আসনেই জিতেছেন। ওই স্কুলের পরিচালন সমিতি দীর্ঘদিন সিপিএমের দখলে। স্থানীয় মণ্ডলকুলি পঞ্চায়েত এ বার তৃণমূল দখল করেছে। কিন্তু তারপরেও হেরেছেন তৃণমূলের প্রার্থীরা। সিপিএমের রাইপুর জোনাল কমিটির সম্পাদক ধ্রুবলোচন মণ্ডল বলেন, “এলাকার মানুষ যে ফের আমাদের চাইছেন তা ওই স্কুলের ফলাফলেই প্রমাণিত।” তৃণমূলের জেলা কমিটির সদস্য অনিল মাহাতো এবং রাইপুর ব্লক সভাপতি জগবন্ধু মাহাতো বলেছেন, “কেন এই হার তা বুঝতে পারছি না।”
|
অফিসে আগুন
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
আগুনে পুড়ে গেল পাত্রসায়র ব্লক অফিসের কম্পিউটার-সহ কিছু সামগ্রী। শুক্রবার সকাল ১১ টায় ব্লক অফিসের দোতলায় কম্পিউটার রুমে আগুন লাগে। বাসিন্দারা আগুন নেভান। পাত্রসায়রের বিডিও অপূর্বকুমার বিশ্বাস বলেন, “দু’টি কম্পিউটার নষ্ট হয়েছে। সামান্য ক্ষতি হয়েছে।” |