দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর, পথ অবরোধ |
পথ-দুর্ঘটনায় মৃত পুলিশকর্মীর দেহ উদ্ধার করতে গিয়ে নিগৃহীত হতে হল পুলিশকেই। দুর্ঘটনার জেরে ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকল ব্যারাকপুর-বারাসত রোড। পুলিশ জানায়, মৃতের নাম চিন্ময় মণ্ডল (৩২)। তিনি ব্যারাকপুর লাটবাগানে রাজ্য সশস্ত্র পুলিশের কনস্টেবল পদে ছিলেন। শুক্রবার সকালে মোটরবাইকে কর্মস্থলে যাওয়ার সময়ে বৃষ্টিভেজা রাস্তায় তাঁর বাইকের চাকা পিছলে যায়। ছিটকে পড়েন চিন্ময়বাবু। উল্টো দিক থেকে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। অভিযোগ, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও কেউ এগিয়ে এসে চিন্ময়বাবুকে হাসপাতালে নিয়ে যাননি। দীর্ঘক্ষণ ওই অবস্থায় পড়ে থাকার পরে মৃত্যু হয় তাঁর। এ দিকে, ঘটনাস্থলে পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে তাদের উপরে চড়াও হয় উত্তেজিত জনতা। ধাক্কাধাক্কি করা হয় পুলিশকর্মীদের। বাসিন্দাদের অভিযোগ, কমিশনারেট হওয়ার পরে পুলিশি কড়াকড়ি বাড়লেও ব্যারাকপুর-বারাসত রোডে যানবাহনের গতি নিয়ন্ত্রণে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার ওই রাস্তাতেই দু’টি বাসের রেষারেষির জেরে মৃত্যু হয় এক মোটরবাইক চালকের। ব্যারাকপুরের ডিসি (ট্রাফিক) দেবাশিস বেজ বলেন, “ওই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক পুলিশকর্মীর অভাব আছে। ফলে এত বড় এলাকা সব সময়ে নজরে রাখা যায় না। সেই অভাব মেটানোর চেষ্টা চলছে।”
|
পাচারের অভিযোগ গ্রেফতার তিন |
ছাত্রী পাচারের অভিযোগে এক মহিলা-সহ তিন জনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। বৃহস্পতিবার সকালে বসিরহাটের বেগমপুর পূর্বপাড়ার ঘটনা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিহারের সোমনাথ নাথ, বেলে ধান্যকুড়িয়ার সাহিদা বিবি ও জাফরপুরের ইয়ার আলি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামবাসীরা জানিয়েছেন, গত কয়েক মাসের মধ্যে গ্রাম থেকে মোটা বেতনের লোভ দেখিয়ে পরিচারিকার কাজ বা নাচ-গান করার জন্য চারটি মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের খোঁজ মিলছে না।
|
চুঁচুড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চুঁচুড়ার কৃষ্টি (ফ্রি টেক্সট বুক লাইব্রেরি) সংস্থার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল সম্প্রতি। চুঁচুড়া বালিকা শিক্ষামন্দির বিদ্যালয় ভবনে এই উপলক্ষে আবৃত্তি, ছবি আঁকা, নাচ, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন হয়। ছোট-বড় মিলিয়ে ১৩টি বিভাগে প্রতিযোগিতা হয়। জেলার বিভিন্ন প্রান্ত তো বটেই, আশপাশের জেলা থেকে সব মিলিয়ে শ’চারেক প্রতিযোগী যোগ দেন। আগামী ২০ অক্টোবর কৃষ্টির নিজস্ব লাইব্রেরি ভবনে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।
|
বসিরহাট মহকুমার বেশ কিছু স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হল সম্প্রতি। তিনটি স্কুলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দু’টি স্কুলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল-কংগ্রেস জোট। তিনটি স্কুল গিয়েছে সিপিএমের দখলে। সন্দেশখালির গাববেড়িয়া স্কুলে, হাসনাবাদের রাজাপুর হাইস্কুলে ও হিঙ্গলগঞ্জ হাইস্কুলে ৬-০ ভোটে জেতে তৃণমূল। সন্দেশখালির মণিপুর হাইস্কুল, পিসি লাহা হাইস্কুল ও হিঙ্গলগঞ্জের দুলদুলি মঠবাড়ি ডিএন হাইস্কুলে ৬-০ ব্যবধানে জেতে বামেরা। অন্য দিকে, বসিরহাট হাইস্কুলে ৫টি আসন পেয়েছে তৃণমূল ও ১টি পেয়েছে কংগ্রেস। লেডি রানু মুখার্জি হাইস্কুল ও বেলে ধান্যকুড়িয়া গার্লস হাইস্কুলে ৬-০ ব্যবধানে বামেদের হারিয়ে দেয় তৃণমূল কংগ্রেস জোট।
|
এক প্রৌঢ়কে বাস থেকে নামিয়ে গুলি করে, কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। দেহ ভ্যানে তুলে ফেলে দিল কিছুটা দূরের রেললাইনেও। বুধবার কুলপির সিংহেরহাট বাস মোড়ের ওই ঘটনায় নিহতের নাম কুতুব গাজি (৫০)। অভিযুক্তেরা পলাতক। |