প্রথম জন মনে করেন, ক্রিকেট-শিক্ষার সেরা উপায় হতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি। মনে করেন, কপিবুক ক্রিকেট-পাঠের বাইরে গিয়ে যদি ছোট থেকে গলি ক্রিকেটে মন দেওয়া যায়, তা হলে লাভ হবে বেশি। খুব ছোট থেকে তা হলে যুদ্ধের মানসিকতাটা তৈরি হয়ে যাবে উঠতি ক্রিকেটারের মধ্যে। ঠিক ধোনির যা হয়েছে!
দ্বিতীয় জন মনে করেন, স্পিনারদের বিরুদ্ধে কী ভাবে খেলতে হবে, সেটা উঠতিদের ধোনিকে দেখে শেখা উচিত। দেখতে হবে কী ভাবে ব্যাকফুটে গিয়ে স্পিনারদের সামলে দেন ভারত অধিনায়ক।
দু’জনই ভারতীয় দলের প্রাক্তন কোচ, দু’জনই নিজগুণে বিশ্বসেরা কোচেদের অন্যতম। এবং দু’জনেই কোথাও না কোথাও গিয়ে মনে করেন, আধুনিক ক্রিকেট-পাঠের সেরা মডেল হতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি। সোজা বাংলায়, ধোনি-মডেলে এগোলে উঠতিদের লাভ আছে, ক্ষতি নেই। আর এঁরা কারা?
প্রথম জন গ্রেগ চ্যাপেল। ’০৫ থেকে ’০৭ ভারতীয় দলের কোচ ছিলেন, প্রচুর বিতর্কও বেঁধেছে তাঁকে নিয়ে।
দ্বিতীয় জন গ্যারি কার্স্টেন। ধোনিদের বিশ্বজয়ী টিমের কোচ।
শুক্রবার নয়াদিল্লিতে শ’খানেক খুদে ক্রিকেট-শিক্ষার্থীর সঙ্গে ক্লাসে কার্স্টেন বলে গেলেন, ভারতীয়দের মধ্যে অনেকে স্পিন খুব ভাল খেলেন। কিন্তু যাঁরা সবচেয়ে ভাল খেলেন, তাঁদের মধ্যে ধোনি একজন। বলে গেলেন, “স্পিনারদের বিরুদ্ধে ধোনির ব্যাটিংটা তোমরা মন দিয়ে দেখো। দেখো, কী ভাবে ও বলের পিছনে চলে যায় স্পিনারদের খেলার সময়। শুধু স্টেপ আউট করে ছয় মারার সময় ছাড়া ও সব সময় ব্যাকফুটে স্পিনারদের খেলে।”
আর গুরু গ্রেগ?
বর্তমানে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-উনিশ দলের সঙ্গে ভারত সফর করছেন। এবং এক সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে গ্রেগ বলে দিয়েছেন যে, প্রথাগত নিয়মে ক্রিকেট শিখতে হবে, কোনও মানে নেই। বরং গলি বা পার্ক ক্রিকেটের মতো নিয়মবিরুদ্ধ উপায়ে ক্রিকেটে হাতেখড়ি হলে তাতে লাভ আছে। কারণ সেক্ষেত্রে যুদ্ধের মানসিকতাটা একদম ছোট থেকে ক্রিকেটারের মননে ঢুকে যায়। ধোনি যার সেরা উদাহরণ। “প্রচলিত নিয়মে ক্রিকেট খেললেই শুধু লাভ হবে, ভাবাটা ঠিক নয়। বরং গলি ক্রিকেট বা পার্ক ক্রিকেটের মতো ছকের বাইরে গিয়ে যদি ক্রিকেটটা খেলা যায়, তা হলেও অনেক কিছু শেখা যায়। আসলে তখন অভিভাবকদের চাপ থাকে না। কোচ থাকে না। কখনও কখনও বয়সে অনেক বড় ক্রিকেটারদের বিরুদ্ধেও খেলতে হয়। একদম ছোট থেকে লড়াইয়ের প্রবণতাটা ঢুকে পড়ে ক্রিকেটারের মধ্যে। ধোনিই তো সেরা উদাহরণ।”
গুরু গ্রেগের মতে, ভারত অধিনায়ক যদি পাড়া ক্রিকেট ছেড়ে ছোট থেকে অ্যাকাডেমিতে যেতেন, সম্পূর্ণ ভিন্ন ধোনিকে দেখা যেত। বলছেন, “ছোটবেলায় যদি অ্যাকাডেমিতে যেত, তা হলে একদম আলাদা ধোনিকে দেখতাম আমরা। অস্ট্রেলিয়ায় দেখি ছোট থেকেই প্রচুর ছেলে অ্যাকাডেমিতে যায়। অ্যাকাডেমি ঘরানায় ক্রিকেটটা খেলে। আমার মনে হয় না, ক্রিকেট শিক্ষার সেটাই সেরা রাস্তা।” প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক আরও একটা কথা বলেছেন। বলেছেন যে, ভারত যদি তাঁকে আবার কোচিংয়ের প্রস্তাব দেয়, ভেবে দেখতে তাঁর আপত্তি নেই। কিন্তু প্রস্তাব আদৌ আসবে কি না, তা নিয়ে প্রবল সন্দেহ তাঁর নিজেরও আছে। ভারতীয় দলের কোচ থাকার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় সহ বেশ কয়েক জন সিনিয়র ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন গ্রেগ। সেই কারণেই কি না কে জানে, গ্রেগ বলে দিয়েছেন, “মনে হয় না প্রস্তাব আসবে বলে। নিজের কথা বলতে হলে বলব, আমি সব দিক খোলা রেখে চলতেই পছন্দ করি।”
|