সচিনের ২০০ টেস্ট
সিরিজে শুধু রেকর্ড হবে, লড়াই হবে না
ভারত সফরে রবি রামপল, ডোয়েন ব্রাভোরা নেই খবরটা শুনে যেমন অবাক হয়েছি, তেমনই চিন্তিত হচ্ছি। এমন একটা সিরিজ না জৌলুসহীন হয়ে যায়। সচিন তেন্ডুলকর লড়বে কার বিরুদ্ধে?
যাতে নিজের দেশেই সচিন তার দুশোতম টেস্ট ম্যাচটা খেলতে পারে, সে কথা ভেবেই ওয়েস্ট ইন্ডিজ দলকে এনে টেস্ট সিরিজের পরিকল্পনা ভারতীয় বোর্ডের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যা দল নিয়ে ভারতে আসছে, তাতে সিরিজটা কতটা আকর্ষণীয় হয়ে উঠবে, তা নিয়ে ভাবনা হচ্ছে। আসলে যে সিরিজে সচিন তার জীবনের সবচেয়ে বড় মাইলস্টোনটি গড়বে, সেই সিরিজ যদি কোনও যুদ্ধ ছাড়াই শেষ হয়ে যায়, যদি সেটা মনে রাখার মতোই না হয়, তা হলে যেমন আপনার মতো ক্রিকেটপ্রেমীদের কাছে কষ্টকর হয়ে উঠবে, তেমনই নিশ্চয়ই সচিনের কাছেও। কিন্তু কীই বা করা যাবে? ওয়েস্ট ইন্ডিজের হাতে বোধহয় এখন এর চেয়ে ভাল দল আর নেই।
অনেকে বলবেন, সুনীল নারিনও তো এই দলে নেই। আসলে নারিন ওদের টেস্ট দলে নিয়মিত নয়। টেস্ট ক্রিকেটের বোলার হিসেবে ও খুব একটা ফিট বলেও মনে হয় না। সে জন্যই সব মিলিয়ে এ পর্যন্ত মাত্র পাঁচটা টেস্ট খেলার সুযোগ পেয়েছে। গত বছর নভেম্বরের পর থেকে ওকে আর টেস্ট ক্রিকেটে দেখাই যায়নি। তবে যে অফ স্পিনারটি রয়েছে ওদের দলে, সেই শেন শিলিংফোর্ড কিন্তু টেস্টে নারিনের চেয়ে বেশি সফল। দশটা টেস্টে ৪৮ উইকেট রয়েছে ছেলেটার। দুসরাটাও নাকি করতে পারে। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে বল করা আর ভারতের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করা তো আর এক কথা নয়।
ওয়েস্ট ইন্ডিজের এই দলে পরিচিত নাম বলতে ক্যাপ্টেন সামি, টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, চন্দ্রপল, গেইল, স্যামুয়েলস ও কেমার রোচ। বাকিদের এই প্রথম ভারত সফর।
নেই ব্রাভো, রামপল।
চলতি চ্যাম্পিয়ন্স লিগে সচিনের ফর্ম দেখে আপনার হয়তো চিন্তা হচ্ছে, মাইলস্টোন সিরিজে সত্যিই সেরা সচিনকে পাওয়া যাবে কি না। তাদের বলি, সচিনের মতো গ্রেটদের ফর্মে ফিরতে লাগে মাত্র একটা ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেই সেই ম্যাচটা পেয়ে যেতে পারে ও। এটা মানতেই হবে, ওর ব্যাডপ্যাচ চলছে। একজন সচিনভক্ত হিসেবে বলতে পারি, রানহীন সচিনকে দেখে খুব কষ্ট হচ্ছে। এখন একটা দশ বছরের বাচ্চাকে অনেক কষ্ট করে বোঝাতে হচ্ছে, কেন সচিনকে কিংবদন্তি বলা উচিত। ওয়েবসাইট ঘেঁটে দেখলাম টেস্টে শেষ ৩৮টা ইনিংসে ওর তিন অঙ্কের রান নেই! এ বার যদি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেই খরা কাটে। কিন্তু তাতে যদি কোনও লড়াই-ই না থাকে, তা হলে ব্যাপারটা উপভোগ্য হবে না বোধহয়।

ওয়েস্ট ইন্ডিজ দল: স্যামি (ক্যাপ্টেন), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, চন্দ্রপল, শেলডন কটরেল, নরসিংহ দেওনারাইন, কার্ক এডওয়ার্ডস, গেইল, বীরাসামি পেরমল, পাওয়েল, রামদিন, রোচ, স্যামুয়েলস, শেন শিলিংফোর্ড, চাডউইক ওয়াল্টন।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.