একটা সময় মনে হচ্ছিল, বুধবারই বুঝি বা শেষ হতে চলেছে তাঁর টি-টোয়েন্টি ক্রিকেট জীবন। তিনি ফিরে গিয়েছেন শূন্য রানে। দল হারের মুখে। আর হারলেই সব শেষ। পরিসংখ্যানবিদরা তথ্য দিতে শুরু করেছেন, তাঁর টি-টোয়েন্টি কেরিয়ার নিয়ে। কিন্তু বুধবার শেষ হতে হতেও শেষ হল না সচিন তেন্ডুলকরের টি-টোয়েন্টি ক্রিকেট জীবন। অন্তত আরও একটা ম্যাচে সচিনকে দেখার সুযোগ করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ২৪ বলে ৫১ ন.আ. ইনিংস খেলে। আর ম্যাচ শেষে রোহিত শর্মা বলে গেলেন, “আমি নিশ্চিত, যাওয়ার আগে একটা দারুণ ইনিংস উপহার দেবে সচিন।”
ফিরোজ শাহ কোটলা এ দিন ভরা ছিল দর্শকে। পারথ্ স্কর্চার্স প্রথমে ব্যাট করে ১৪৯ রানের বেশি করতে পারেনি। সেমিফাইনালে যেতে গেলে মুম্বইকে ওই রানটা করতে হত ১৪.২ ওভারে। কিন্তু দর্শকদের হতাশ করে সচিন মাত্র দু’ বল খেলেই ফিরে যান। রোহিত এবং ডোয়েন স্মিথের (২৫ বলে ৪৮) সৌজন্যে অবশ্য দিল্লির দর্শকরা আবার দেখার সুযোগ পাচ্ছেন সচিনকে। শনিবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে। |
কিন্তু এ বারের চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থই হয়ে চলেছেন সচিন। তিন ম্যাচে মোট ২০ রানের বেশি করতে পারেননি। সচিনের ফর্ম নিয়ে কি টিম ম্যানেজমেন্ট চিন্তিত? রোহিত বলছেন, “সচিন রান পাচ্ছে না বলে আমরা মোটেও চিন্তিত বা হতাশ নই। ওর ব্যর্থতার জন্য আমাদের কোনও প্ল্যান করার দরকার নেই। সচিন বল খুব ভাল হিট করছে। মাঝে মাঝে এমন হয় যে রানটা আসতে চায় না।”
মুম্বই অধিনায়ক আরও যোগ করছেন, “সচিন রান পাচ্ছে কী পাচ্ছে না, সেটা বড় কথা নয়। ওর যা অভিজ্ঞতা, শুধু তার জোরেই যে কোনও টিমে হাসতে হাসতে ঢুকে যাবে। ত্রিনিদাদের বিরুদ্ধে ম্যাচটা দেখার অপেক্ষায় থাকুন। আমি নিশ্চিত, দিল্লির এই দর্শকদের সচিন দুরন্ত ইনিংস উপহার দেবে।”
|
ডাগআউটে তৃপ্ত সচিন ও
টিম মালকিন নীতা অম্বানী। |
এ দিন অস্ট্রেলিয়ার দলটা বড় রান না করলেও, মুম্বইয়ের সামনে সেমিফাইনালে ওঠার জন্য আস্কিং রেটটা দশের উপর ছিল। রোহিত বলছেন, তাঁর দল গেমপ্ল্যান অনুযায়ী খেলেছে। “আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম, রান তাড়া করব। দশের উপর আস্কিং রেট থাকলেও পরিকল্পনা অনুযায়ী ব্যাট করেছি। বোলাররা প্রথমে ওদের কম রানে আটকে রাখে। স্মিথ দারুণ শুরু করেছিল। ম্যাক্সওয়েল রান তোলার গতিটা ধরে রাখে। কায়রন পোলার্ড আর আমার মধ্যে একটা জুটি হয়। আর দারুণ ভাবে ম্যাচটা শেষ করে দেয় অম্বাতি রায়াডু।”এ দিন মুম্বই ইনিংসের শুরুতে প্রশ্নটা ছিল, সচিন কি ব্র্যাডম্যান হতে যাচ্ছেন? ডনের টেস্ট কেরিয়ার শেষ হয়েছিল শূন্য দিয়ে। সচিনের টি-টোয়েন্টি কেরিয়ারও কি...। সে প্রশ্নের জবাব আপাতত পাওয়া গিয়েছে। এখন ক্রিকেট মহল নতুন এক প্রশ্নের সামনে।
শনিবার কি ত্রিনিদাদের নিধন হবে সচিনের ব্যাটে? |