ক্লাবের এ মরসুমের পাঁচ ম্যাচের মধ্যে একটিতেই তিনি শুরু থেকে নেমেছেন। সব মিলিয়ে সর্বসাকুল্যে মাঠে ছিলেন ১৩২ মিনিট। এখনও টিমের হয়ে প্রথম ঘরের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যেই গ্যারেথ বেলের ফিটনেস নিয়ে নতুন সমস্যায় রিয়াল মাদ্রিদ।
ঊরুর চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন বেল। রিয়ালের ৮৬ মিলিয়ন পাউন্ডের ফুটবলারের চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহাগেনের বিরুদ্ধে ঘরের মাঠেই অভিষেক হতে পারত বুধবার। কিন্তু তাঁর বাঁ ঊরুতে চোট সব ভেস্তে দিল। বেলের চোট পাওয়া দেখে ন’বছর আগে জোনাথন উডগেটের ঘটনার ভূত দেখছেন অনেকেই। সই করার পরই চোটের কবলে পড়েন ইংলিশ ডিফেন্ডার। আর কখনওই উডগেটকে পুরোপুরি ফিট পায়নি রিয়াল।
বেলের চোট অবশ্য অতটা মারাত্মক নয়। অনেকেই বলছেন মাত্র তিন দিনের প্র্যাক্টিসের পরই ভিয়ারিয়ালের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৬০ মিনিট ‘ওয়েলশ উইজার্ড’কে খেলানোটাই কাল হল না তো? স্প্যানিশ লিগ তো বটেই, এর মধ্যে ওয়েলশের আন্তর্জাতিক ম্যাচেও বেল যাতে বিশ্রাম নেন সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে রিয়াল।
কার্লো আন্সেলোত্তিরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না ২৭ অক্টোবর এল ক্লাসিকের দিকে তাকিয়ে। রোনাল্ডো-বেল জুটির আসল পরীক্ষা যে ম্যাচে। মাদ্রিদের সমর্থকরাও তাই ক্লাবের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট নন। বেল ফিট না হলেও মাঠে যা পারফর্ম করেছেন তাতে সমর্থকরা খুশি। অনেকেরই মত, প্রাক মরসুমে প্রস্তুতির অভাবেই ভুগতে হচ্ছে। না হলে কোনও সমস্যাই হত না ওয়েলশ তারকার।
স্প্যানিশ সংবাদপত্র ‘মার্কা’ আবার মঙ্গলবার ফলাও করে বেলের কেরিয়ারে যাবতীয় চোটের হদিশ দিয়েছে। যার পর সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হয়ে যায় যে, এই জন্যই হয়তো প্রাক্তন রিয়াল তারকা কাকার মাদ্রিদের পুরনো বাড়িটাই ভাড়া নিচ্ছেন বেল। কেননা কাকাও তো রিয়ালে থাকাকালীন মাঠের বাইরেই বেশি কাটিয়েছেন। |