|
|
|
|
মেদিনীপুরে পুরভোট |
প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হিমসিম সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কিছু জটিলতা দেখা দেওয়ায় মেদিনীপুর পুরভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হিমসিম খাচ্ছে সিপিএম।
দলীয় সূত্রে খবর, অন্তত তিনটি ওয়ার্ডে কে প্রার্থী হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছে। ওয়ার্ডগুলো হল ১, ৫ এবং ৭ (নতুন)। এলাকা থেকে একাধিক নাম উঠে আসায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না। নতুন ১৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কৃষ্ণা ঘোষের এ বারও প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি নির্দল প্রার্থী হবেন। সিপিএমের একাংশ চাইছে, তাঁকেই সমর্থন করতে। অন্য একটি অংশ চাইছে, এই এলাকা থেকে দলের প্রতীকে প্রার্থী দাঁড় করাতে। এই অংশের মতে, কৃষ্ণাদেবী পুরসভারই একটি মামলায় অভিযুক্ত। কিছু দিন জেলে ছিলেন। তাই তাঁকে সমর্থন করলে অন্য ওয়ার্ডে তার প্রভাব পড়বে। বাম শরিকদের মধ্যেও আসন বন্টন নিয়ে সমস্যা রয়েছে। যদিও সিপিএমের দাবি, আসন বন্টন সম্পূর্ণ। প্রার্থী চূড়ান্ত হওয়ার পথে।
সিপিএমের মেদিনীপুর শহর জোনাল সম্পাদক কীর্তি দে বক্সীর কথায়, “আসন বন্টন নিয়ে ফ্রন্টের সার্বিক ঐক্য হচ্ছে। প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে।” দলীয় সূত্রে খবর, আগামী মঙ্গল কিংবা বুধবার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। আগে মেদিনীপুরে ২৪টি ওয়ার্ড ছিল। এলাকা পুনর্বিন্যাসের ফলে একটি বেড়ে ওয়ার্ড সংখ্যা ২৫টি হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে সিপিআইয়ের জন্য ৪টি আসন বরাদ্দ হয়। ফরওয়ার্ড ব্লকের জন্য ২টি। এবং আরএসপির জন্য ১টি। ফ্রন্ট সূত্রে খবর, এ বার সিপিআই শুরুতে ৮টি আসন দাবি করে। ফরওয়ার্ড ব্লক ৫টি। এবং আরএসপি ২টি। এই দাবিতে চমকে ওঠেন সিপিএম নেতৃত্ব।
এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে গতবারের মতো এ বারও একইভাবে আসন বন্টন হবে। অর্থাৎ, শরিকদের আসন সংখ্যার কোনও হেরফের হবে না। তবে, সংখ্যা এক থাকলেও কিছু ওয়ার্ডের হেরফের হবে। দলীয় সূত্রে খবর, সিপিআই পেতে পারে নতুন ৬, ৯, ১৪ এবং ১৭-এই ৪টি ওয়ার্ড। ফরওয়ার্ড ব্লক পেতে পারে ৮ এবং ১৩-এই ২টি ওয়ার্ড। অন্য দিকে, আরএসপি পেতে পারে ২২ নম্বর ওয়ার্ড। পাশাপাশি, প্রাক্তন পুরপ্রধান নাজিম আহমেদের নেতৃত্বাধীন মেদিনীপুর বিকাশ পরিষদের সঙ্গে এ বারও আসন সমঝোতায় যাচ্ছে বামফ্রন্ট। বিকাশ পরিষদ শুরুতে ৫টি আসন দাবি করে। সিপিএম নেতৃত্ব এখনও পর্যন্ত একটি আসন ছাড়তেই পুরোপুরি সম্মত হয়েছেন। এটি হল নতুন ১১ নম্বর ওয়ার্ড। নাজিমবাবুর নিজের এলাকা। এই ওয়ার্ড থেকে এ বারও প্রার্থী হবেন প্রাক্তন পুরপ্রধান। ২১ নম্বর ওয়ার্ডটি পেতেও মরিয়া বিকাশ পরিষদ। |
|
|
|
|
|