মহালয়ার ভোরে শব্দবাজির তাণ্ডব নবদ্বীপ শহর জুড়ে
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
মহালয়ার ভোর জানিয়ে দিল উৎসবের বাকি দিনগুলো কেমন যাবে।
মহালয়ার আগের রাত থেকেই বাজি ফাটছিল। শুক্রবার ভোরে তা মাত্রা ছাড়াল। বাজির প্রবল আওয়াজে অস্থির হয়ে উঠেছিল বাড়ির পোষ্যরাও। রাস্তার কুকুররাও যেন শহর ছাড়া হয়ে আস্রয় নিয়ে ছিল আশপাশের অপেক্ষাকৃত কম শব্দময় এলাকায়। অসুস্থ মানুষ এবং শিশুদের নিয়ে উদ্বেগেই মহালয়ার ভোর কাটালেন নবদ্বীপের বাসিন্দারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “বাজির দাপটে বাড়ির কুকুরটা রাত থেকেই ছটফট করছিল। ভোরের দিকে খাটের তলা থেকে কিছুতেই বের করতে পারিনি। শব্দবাজির দাপটে কুকুরকে সামলাতে গিয়ে মহালয়াটাই ঠিক করে শোনা হল না। মাঝে কিছু দিন বন্ধ থাকার পর ফের শুরু হল শব্দবাজির তান্ডব।” |
|
শব্দ বিধি না মেনে এ ভাবেই ফেটেছে বাজি।— নিজস্ব চিত্র। |
নবদ্বীপের গঙ্গায় তর্পণ করার জন্য দূরদুরান্ত থেকে কয়েক হাজার মানুষ আসেন। শুক্রবার ভোরে বাজির বহর দেখে তাঁরা অনেকেই রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। সারা রাত ধরেই শহরের বিভিন্ন প্রান্তে বাজি ফেটেছে। ভোরের দিকে তা মাত্রা ছাড়ায়। মহালয়ার ভোরের শান্ত পরিবেশ বাজির দৌরাত্ম্যে রীতিমতো কান পাতা দায় হয়ে ওঠে। দিনের আলো ফুটতেই শহরের বিভিন্ন পথে ব্যাগ ভর্তি চকোলেট বোমা নিয়ে দল বেঁধে বেরিয়ে পড়েছিল বেশ কিছু স্থানীয় যুবক। যেখানে মানুষের ভিড় সেখানেই তারা বাজি ফাটিয়ে তাদের উপস্থিতি জানান দিয়েছে বলে অভিযোগ। তবে কোথাও প্রশাসনের কর্তাদের কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি।
নদিয়ার পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “শব্দের মাত্রা ছাড়ালে প্রশাসন অবশ্যই আইনি ব্যবস্থা নেবে। তবে আমরা চাই না উৎসবের দিনে এমন অপ্রীতিকর কাজ করতে আমাদের কেউ বাধ্য করুক।”
পেশায় আইনজীবী তথা নবদ্বীপ নাগরিক কমিটির সম্পাদক দিলীপ চট্টোপাধ্যায় বলেন, “মহালয়ার ভোরে শব্দ বাজির যে দাপট শুনলাম তাতে কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে রাসের পাট-পুজো যে কী হতে চলেছে তা ভেবে আতি ঙ্কত বোধ করছি। এ দিন ভোরে যে সব বাজি ফেটেছে তার অধিকাংশই নিদির্ষ্ট শব্দ সীমার মাত্রা ছাড়িয়েছে। আসলে শব্দবাজিকে ঘিরে প্রশাসনের তরফে একটা শিথিলতা রয়েই গেছে। প্রশাসন যদি এ ব্যাপারে প্রথম থেকেই কড়া পদক্ষেপ না করে তাহলে এই শব্দ বাজির রমরমা বাড়বে বই কমবে না।”
নবদ্বীপের বাজারে এবার যে বাজির আমদানি ভালই হয়েছে সে কথা কবুল করলেন বাজি ব্যবসায়ীরাই। বৃহস্পতিবার শহরে বিভিন্ন বাজির দোকানে দেদার বিকিয়েছে শব্দ বাজি। |
|