|
|
|
|
ঢাকে পড়ল কাঠি |
আশ মিটিয়ে বাঙালি সাজুন
বলছেন ডিজাইনাররা
পরমা দাশগুপ্ত |
|
“সারা বছরই তো জিন্স-টিশার্টে কাটে, পুজোর দিনগুলোয় তাই স্রেফ এথনিক। পাজামা-পাঞ্জাবি তো বটেই, ধুতিটাও দিব্যি সামলাতে পারি!” বলছিলেন আবির ‘ব্যোমকেশ’ চট্টোপাধ্যায়।
বছরভরের ঘোড়দৌড়ে পশ্চিমি পোশাক। এই ক’টা দিনই আশ মিটিয়ে বাঙালি সাজা। বঙ্গতনয়ের পুজো-ফ্যাশন মানেই এথনিক সাজ, বলাই যায়। সপ্তমী থেকে দশমী সুন্দরীদের চোখ টানতে ধুতি/পাজামা-পাঞ্জাবি, চোস্ত-কুর্তাই ভরসা অধিকাংশের।
ডিজাইনার অভিষেক দত্তের কথায়, “উৎসবের ফ্যাশনে রয়েছে আঙরাখা স্টাইল কুর্তা, ধোতি-প্যান্ট বা জোধপুরি প্যান্ট, মুজরি জুতো। পরা যায় বন্ধগলা বা নেহরু জ্যাকেটও। কোরাল পিঙ্ক, আইভরি, বেজ, টিল ব্লু, সি গ্রিনের মতো প্যাস্টেল শেডের পোশাকে ভাল দেখাবে।” তবে পাঞ্জাবিতে হাল্কা কাজ, অল্প ডিজাইন বা ছবি আঁকা কুর্তার ‘সিম্পল’ সাজেরই পরামর্শ দিচ্ছেন অভিষেক। সঙ্গে গরম ও আর্দ্র আবহাওয়ায় সিল্কের বদলে সুতি, লিনেন বা চান্দেরির আরামদায়ক পোশাকই ভাল, জানাচ্ছেন তিনি।
ডিজাইনার চৈতালি দাশগুপ্তের মতে, পোশাকটা যেন আরামদায়ক হয় এবং ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায়। “অষ্টমী বা দশমীতে ধুতি বা পাজামা-পাঞ্জাবির বাঙালি সাজেই ভাল দেখায়। সপ্তমী বা নবমীতে জিন্সের সঙ্গে একটু এথনিক লুকের টিশার্ট বা শর্ট কুর্তা পরাই যায়।” নোবেল-জয়ের শতবর্ষে রবি-ছবির সঙ্গে ‘গীতাঞ্জলি’র পংক্তিতে টিশার্ট সাজিয়েছেন চৈতালি। খদ্দর বা হ্যান্ডলুম পাঞ্জাবিতে মধুবনী পেন্টিং।
আর এক ডিজাইনার অগ্নিমিত্রা পালের মতে, ভাল ফিটিং-এর পোশাকের সঙ্গে স্মার্ট জুতো, ঘড়ি, বেল্ট বাজিমাত তাতেই। তাঁর কথায়, “প্লেন কুর্তার সঙ্গে জিওমেট্রিক প্রিন্টের চুড়িদার বা মধুবনী কাজ করা ধুতি, সঙ্গে স্টোল, ছবি-আঁকা টিশার্টের সঙ্গে লিনেনের পাজামা, জোধপুরী প্যান্টের সঙ্গে টিশার্ট আর জহরকোটে ভাল দেখাবে। ফ্যাশনে রয়েছে ইক্কতের কাজ করা জহরকোট, লিনেন বা সুতির ব্লেজার, ওয়েস্টকোট ও অ্যাপল গ্রিন, পেস্তা, সাদা, কালো, বেজ রং।”
তবে পুজোতেও যাঁরা পশ্চিমি পোশাকেই ভরসা রাখেন, তাঁদের জন্য রয়েছে ডিজাইনার-টিপ্স। ইন্টারেস্টিং বোতাম বা পকেটের সেমি ফর্ম্যাল শার্টের সঙ্গে লিনেনের ট্রাউজার্স, লিনেনের সামার জ্যাকেট, জিন্স-টিশার্টে উজ্জ্বল এবং নিউট্রাল শেডের যুগলবন্দি, গুটিয়ে নেওয়া যায় এমন হাতার শার্ট, পয়েন্টেড শু্য, লোফার্সে এ বার পুজোয় আপনিই ‘হিট’।
সুন্দরী কন্যের নজর কাড়তে কোমর বাঁধছেন তো? |
|
|
|
|
|