জিয়ার মৃতু্যু-তদন্তে সিবিআই চান মা
সংবাদ সংস্থা • মুম্বই |
অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার আর্জি জানালেন তাঁর মা রাবিয়া খান। বম্বে হাইকোর্টে নতুন করে আর্জিও করেছেন তিনি। ৩ জুন জুহুর বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ‘নিঃশব্দ’-র নায়িকার দেহ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হন তাঁর প্রেমিক সুরজ পঞ্চোলি। রাবিয়ার পক্ষের আইনজীবী জানান, জিয়ার মৃত্যু আত্মহত্যা না কি খুন, তা সিবিআই-ই দেখুক।
পুরনো খবর: আট মাস আগে শিরা কেটেছিলেন জিয়া খান |
সঙ্গীতের আসর
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ছবিটি তুলেছেন সুজিত মাহাতো। |
পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির উদ্যোগে শুক্রবার পুরুলিয়া জেলা পরিষদ প্রেক্ষাগৃহে হলে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ। উস্তাদ রেজা আলি খানের সঙ্গে ঠুমরি-দাদরায় অনির্বাণ দাস, সেতারে সপ্তর্ষি হাজরা, খেয়াল-ঠুমরিতে সৌমি মজুমদার এবং সোমা মৈত্র ও সম্প্রদায় সঙ্গীত পরিবেশন করেন। আয়োজন করেছিল জেলা তথ্য ও সংস্কৃতি দফতর।
|
ভারতে দক্ষিণ কোরিয়ার শুভেচ্ছা-দূতের দায়িত্ব পেতে চলেছেন শাহরুখ খান। দিন কয়েক আগে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ার দূতাবাস যৌথ ভাবে কোরীয় রাষ্ট্রদূত এইচই য়ুন-গিউ লি-র সঙ্গে একটি আলাপচারিতার আয়োজন করে। ওই অনুষ্ঠানেই লি জানান, দক্ষিণ কোরিয়ার জন-কূটনীতির শুভেচ্ছা-দূত হওয়ার প্রস্তাব শাহরুখকে দিয়েছেন তাঁরা। শাহরুখ তা গ্রহণও করেছেন। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হবে। |