টুকরো খবর
এশিয়া সফর বাতিল করলেন ওবামা
ঐকমত্য এখনও অধরা। তাই টানা চার দিন তালা ঝুলছে মার্কিন প্রশাসনে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে পুরো এশিয়া সফরই বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কথা ছিল, ইন্দোনেশিয়া, ব্রুনেই হয়ে ফিলিপিন্স ও মালয়েশিয়া যাবেন তিনি। শেষ দুই দেশের সফর আগেই কাটছাঁট করেছিলেন। ঝুঁকি না নিয়ে এ বার বাতিল করলেন বাকি সফরও।

ইতালির নৌকাডুবিতে মৃত বেড়ে ৩০০
শরণার্থীবাহী নৌকা ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো। পাঁচশো যাত্রী নিয়ে লিবিয়ার উপকূল থেকে রওনা দেওয়া নৌকাটি ইতালীয় দ্বীপ লাম্পেদুসার কাছে ভূমধ্যসাগরে বৃহস্পতিবার ডুবে যায়। ১৫৯ জনকে উদ্ধার করা গেলেও এখনও খোঁজ নেই অনেকের। লাম্পেদুসার উপকূল থেকে এক কিলোমিটার দূরে ডুবে যায় নৌকাটি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘ভয়াবহ দৃশ্য। ভেসে বেড়াচ্ছে অগুনতি লাশ। সলিল সমাধির এমন ছবি কল্পনা করা যায় না।” কী ভাবে দুর্ঘটনা ঘটেছিল, তা বৃহস্পতিবার স্পষ্ট বোঝা না গেলেও শুক্রবার ইতালির অভ্যন্তরীণ মন্ত্রী অ্যাঞ্জেনিও আলফানো জানিয়েছেন, নৌকাটির মোটর হঠাৎ বন্ধ হয়ে যায়। নৌকায় জল ঢুকতে থাকে। তখন উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে যাত্রী একটি কাগজে আগুন ধরিয়ে দেন। তাতে আরও বিপত্তি ঘটে যায়। আগুন লেগে যায় নৌকাতেই। এই হুড়োহুড়িতে নৌকা এক দিকে কাত হয়ে ডুবে যায়।

পুরনো খবর:

মানুষ চাইলে ভোটে দাঁড়াব: আসাদ
দেশের মানুষ চাইলে আবার ভোটের দৌড়ে নামবেন, তুরস্কের এক চ্যানেলের সাক্ষাৎকারে জানালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে ছবিটা পরিষ্কার হবে আরও কয়েক মাস পরে। ২০০০ সাল থেকেই এই দায়িত্ব রয়েছে আসাদের হাতে। প্রেসিডেন্ট পদের মেয়াদ ফুরোচ্ছে আগামী বছর। বিদ্রোহীদের দাবি ছিল, অন্তর্বর্তী সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে সরে দাঁড়ান আসাদ। এ নিয়ে আসাদপন্থী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন লাখ খানেক মানুষ। দেশ ছাড়া আরও বহু। এ দিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আন্তর্জাতিক প্রতিনিধিদলের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দেওয়ার কাজ জোর কদমে এগোচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা। মঙ্গলবারই সিরিয়ায় পৌঁছন তাঁরা। দু’পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে তাঁদের।

ঘর বাঁধতে আসরে ফেসবুক
ফার্মভিলের পর এ বার ফেসবুকভিল। তবে ই-দুনিয়ায় নয়, এ একেবারে ঘোরতর বাস্তব। এত দিন স্যাঁলো থেকে কাপড়চোপড় কাচানো, মায় মোটর বাইক কেনার দোকান সবই কর্মচারীদের হাতের গোড়ায় তুলে দিয়েছিল কোম্পানি। এ বার একেবারে আস্ত একটা শহর। শুধু মাত্র কর্মীদের জন্যই। তা-ও আবার অফিসের লাগোয়া। ফলে আর কখনওই অফিস ছাড়তে হবে না কর্মীদের। সৃজনশীলতা বাড়াতে এমনই উদ্যোগ শুরু করেছে ফেসবুক। তাদের সদর দফতর মেনলো পার্কের কাছে থাকতে চেয়ে আবেদন করেছিলেন কয়েক জন। সেই দাবি মেনে নিয়েছেন কর্তৃপক্ষ। ছ’লক্ষ তিরিশ হাজার বর্গ ফুট এলাকা নিয়ে ছাত্রাবাসের ধাঁচে তৈরি হবে এই ফেসবুকভিল।

মহিলাকে বেতের মার
রাস্তায় কুঁকড়ে শুয়ে আছেন এক মহিলা। তাঁর উপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে বেতের ঘা। শাস্তি দিচ্ছেন যে উর্দিধারী, দেশের আইন রক্ষার দায়িত্ব তাঁরই উপর। আর মাঝ রাস্তায় পুলিশের এই কীর্তি ঘিরে দাঁড়িয়ে দেখছে এক দল মানুষ। বাধা দেওয়া দূরে থাক, মুখে টুঁ শব্দটি নেই কারও। সুদানের এমনই এক ভিডিও ইন্টারনেটে আপলোড করেছেন এক সাংবাদিক। অনুমান, সুদানের রাজধানী খারতুমেই ঘটছে এই কাণ্ড। মহিলাটির দোষ, তিনি অনাত্মীয় এক পুরুষের গাড়িতে উঠেছিলেন। সে দেশের শরিয়তি আইনে, এ এক জঘন্য অপরাধ। তাই পুলিশের এই ভূমিকায় মোটেই ক্ষুণ্ণ নন গভর্নর। কাজের উচিত শাস্তি পেয়েছেন ওই মহিলা, স্পষ্ট জানিয়েছেন তিনি।

ভিয়েতনাম যুদ্ধের নায়ক মৃত
মারা গেলেন ভিয়েতনাম যুদ্ধের কম্যান্ডার ভো নগুয়েন গিয়াপ। ভিয়েতনামে কমিউনিস্ট বিপ্লবের পুরনো নেতাদের ১০২ বছরের জিয়াপই ছিলেন শেষ প্রতিনিধি। হো-চি মিনের জেনারেল হিসেবে গেরিলা লড়াইয়ে দক্ষতার পরিচয় দিয়েছিলেন গিয়াপ। ওই লড়াইয়ে ভিয়েতনামে হার স্বীকার করতে বাধ্য হয় সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী মার্কিন ও ফরাসি বাহিনী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.