বৃদ্ধার রক্তাক্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাড়ির দাওয়ায় ভিড়। —নিজস্ব চিত্র। |
রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকেই এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। তাঁর নাম বিলাসী দাস (৬০)। বাড়ি কাটোয়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের মহাপ্রভু কলোনিতে। পুলিশ জানায়, ওই বৃদ্ধার গলায় রক্তের দাগ এবং চোয়ালের কাছেও গভীর ক্ষত ছিল। ধারাল অস্ত্র দিয়ে কেউ তার গলায় কোপ মেরেছে বলে পুলিশের অনুমান। তবে খুনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। পুলিশ নিজেই খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে। পেশায় সব্জি বিক্রেতা বিলাসীদেবীর ছেলে ও বৌমা কাটোয়ার বাইরে থাকেন । তবে ১৫ বছরের নাতি শিবানন্দ ঠাকুমার সঙ্গেই থাকে। সে পুলিশকে জানিয়েছে, ভোরে ঘুম থেকে উঠে ঠাকুমার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে সে। ডেকে সাড়া না পাওয়ায় ছুটে পাশে পিসির বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। পুলিশ তার বয়ান খতিয়ে দেখছে।
|
দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দাঁড়িয়ে থাকা বাসের পিছনে মোটরবাইকের ধাক্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে দুই যুবকের। মৃতদের নাম সঞ্জীব ঘোষ (২৩) ও বিদ্যুৎ রায় (২৫)। দুর্ঘটনাটি ঘটেছে সগড়াই-রায়না রাস্তায় আহ্লাদিপুরের কাছে। মৃতেরা স্থানীয় মহেশবাটি পঞ্চায়েতের একশো দিনের প্রকল্পের সুপারভাইজার। তাঁরা বর্ধমান থেকে রায়না ফিরছিলেন। মৃত দু’জনের আত্মীয়স্বজনের দাবি, মোটরবাইকের পিছনের চাকা ফেটে যাওয়ায় তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারেন।
|
ক্ষতিগ্রস্তদের চেক বিলি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
|
সারদা-কাণ্ডে ক্ষতিগ্রস্তদের চেক দেওয়া হল বর্ধমান ও আসানসোলে। |
|
কলকাতার পর জেলাতেও শুরু হল সারদা কান্ডে ক্ষতিগ্রস্থদের চেকবিলি। শুক্রবার আসানসোলের রবীন্দ্রভবনে মহকুমার প্রায় সাতশো জন ক্ষতিগ্রস্থকে চেক বিলি করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসিপি শীষরাম ঝাঝারিয়া ও আসানসোলের মহকুমা শাসক অমিতাভ দাস। দাস। এ দিন প্রত্যেকের হাতে সর্বাধিক ১০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহকুমায় সব মিলিয়ে এক হাজার আটশো জনকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। দেবীপক্ষের শুরুতেই হাতে ক্ষতিপূরণ পেয়ে খুশি সারদা কান্ডের ক্ষতিগ্রস্তরা। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানান, ক্ষতিপূরণ একবারই দেওয়া সম্ভব। বারবার নয়। তাই লগ্নিকারীরা যেন ভবিষ্যতে সারদার মত সংস্থার লগ্নি না করেন।
|
যুবকের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে কাটোয়া শহরের সার্কাস ময়দানের বিদ্যাসাগর পল্লির একটি বাড়ি থেকে সঞ্জীব সরকার (৪০) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, এ দিন ভোরে গঙ্গায় তর্পণ করতে গিয়েছিলেন সঞ্জীববাবু। কী কারণে তিনি আত্মঘাতী হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। |