কয়লা চোরদের হাতে প্রহৃত রক্ষী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কয়লা চোরদের হাতে প্রহৃত হলেন এক বেসরকারি খনি সংস্থার নিরাপত্তা কর্মী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বারাবনি থানার খড়াবোর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত নিরাপত্তা কর্মীর নাম জয়প্রকাশ দত্ত। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নিরাপত্তা কর্মী বারাবনির বেসরকারি খনি সংস্থায় কয়লা পরিবহণের রাস্তায় পাহারার কাজ করেন। বৃহস্পতিবার তাকে বেধরক মারধোর করে কিছু দুষ্কৃতী। পুলিশের অনুমান, নিরাপত্তা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই দুষ্কৃতীরা এই কাজ করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিতে নেমে অবৈধ কয়লা বোঝাই দুটি গরুর গাড়ি আটক করেছে পুলিশ। তবে দুষ্কৃতীদের এখনও ধরা যায়নি।
|
মাতলামির প্রতিবাদ করায় মারধর |
মদ্যপদের অশালীন আচরণের প্রতিবাদ করায় প্রহৃত হলেন এক যুবক ও তাঁর মা। বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের সগড়ভাঙা সরকারি আবাসন এলাকার ঘটনা। রূপম লাহা নামে ওই যুবক পুলিশে অভিযোগ করেন, সন্ধ্যায় তাঁদের পাশের আবাসনে মদের আসর বসিয়েছিল কয়েক জন যুবক। তাঁর স্ত্রী বাড়ি ফেরার সময়ে তাকে লক্ষ করে অশালীন মন্তব্য করে তারা। প্রতিবাদ করতে গেলে ওই যুবকেরা তিনি ও তাঁর মাকে মারধর করে বলে অভিযোগ রূপমবাবুর। পুলিশ পৌঁছনোর আগেই ওই যুবকেরা পালায়। পুলিশ অভিযুক্তদের খুঁজছে।
|
মোষ স্নান করাতে গিয়ে খোলা মুখ খনির জলে তলিয়ে যাওয়া যুবক মিথিলেশ রায়ের (২৫) দেহ মিলল শুক্রবার। ঘটনাটি রানিগঞ্জ মহাবীর কোলিয়ারি এলাকার। |