কল্যাণের ড্র, জমে গেল লিগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সুপার ডিভিশন ফুটবল লিগে সেন্টার অব ইয়ং সোসাইটির সঙ্গে ড্র করে বিপাকে পড়ল কল্যাণ স্মৃতি সঙ্ঘ। শুক্রবার ০-০ গোলে খেলা শেষের পরে এই ডিভিশনে তিনটি দল দাঁড়িয়ে রয়েছে চ্যাম্পিয়নশিপের মুখে। সাতটি ম্যাচে চারটিতে জিতে ও তিনটিতে ড্র করে কল্যাণের পয়েন্ট ১৫। একই পয়েন্ট রাসবিহারী অ্যাথলেটিক ইউনাইটেড (আরএইউসি) ক্লাবের। তারা সাত ম্যাচে জিতেছে পাঁচটিতে, দু’টিতে হেরেছে। সাই প্রশিক্ষণ কেন্দ্রের আট ম্যাচে পাঁচটি জয়, দু’টি ড্র একটি হারের সুবাদে সংগ্রহ ১৭ পয়েন্ট। রবিবার কল্যাণ ও আরএইউসি-র ম্যাচে যে দল জিতবে, তারাই চ্যাম্পিয়ন হবে। ওই ম্যাচ ড্র হলে খেতাব পাবে সাই।
|
পূর্বস্থলীতে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
ক্ষেত্রনাথ নাথ ও কুসুমকামিনী নাথ স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল পূর্বস্থলী ১ ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন। জয়ী দলই এই প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল। শুক্রবার পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে জয়ী দল ৪-৩ গোলে তারা স্থা্নীয় শ্রীরামপুর তরুন সঙ্ঘকে হারিয়ে দেয়। এ দিন খেলার প্রথমার্ধে সৈকত দাসের গোলে এগিয়ে যায় স্পোর্টস অ্যাসোসিয়েশন। দ্বিতীয়ার্ধে প্রশান্ত ওঁরাও শ্রীরামপুরের হয়ে গোল শোধ করেন। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জয়ী দলের বিশ্বনাথ বিশ্বাস। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক। স্বপনবাবুর বিধায়ক তহবিলের টাকায় সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের মাঠ লাগোয়া একটি ড্রেসিংরুমের উদ্বোধন হয়।
|
জয়ী রানাডাঙা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
দেবাশিষ ঘটক স্মৃতি এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রানাডাঙা সঙ্ঘ। রতিবাটি মাঠে তারা বার্নপুর সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি। প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দিয়েছিল।
|
শিবশক্তির হার
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চন্ডী ক্লাব। নেতাজি সুভাষ ময়দানে তারা শিবশক্তি ক্লাবকে ৫-৪ গোলে হারায়। পুরস্কার তুলে দেন আসানসোল পুরসভার মেয়র পারিষদ অভিজিৎ ঘটক।
|
চ্যাম্পিয়ন নবযুব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মিঠাপুকুর অপরাজিতা সঙ্ঘের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নবযুব সঙ্ঘ। তারা ফাইনালে স্থানীয় পিডব্লিউডি আবাসনের মাঠে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে নজরুল সঙ্ঘকে। |