এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের পৃথক দুটি ঘটনায় ১১ জন জখম হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে কোচবিহারের কোতোয়ালি থানার ঘুঘুমারি এলাকায়। অভিযোগ, দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ হয়। তাতে ২ জনের মাথা ফেটে যায়। এদের মধ্যে ১ জনকে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় আরও ৫ জন জখম হয়েছে। মঙ্গলবার সকালে দ্বিতীয় ঘটনাটি ঘটে মাথাভাঙার গোপালপুরে। ঘটনায় ৪ জন জখম হয়েছেন। দুটি ঘটনাতেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে গ্রেফতার করা হয়নি। তৃণমূলের রাজ্যের অন্যতম সম্পাদক আবদুল জলিল আহমেদ বলেন, “গোলমালের খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দলীয়স্তরে খোঁজ নিয়ে জড়িতদের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।” দলীয় সূত্রে জানা গিয়েছে, ঘুঘুমারিতে তোর্সা সেতুতে ওঠার মুখে রাস্তার ধারের কিছু জমি দখলকে কেন্দ্র করে সোমবার তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। আর গোপালপুরে রবিবার একটি হাইস্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়। সেখানে তৃণমূলের দুটি গোষ্ঠীই প্রার্থী দেয়। তা নিয়েই এদিন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
|
কোচবিহারের হাইস্কুলগুলিকেও নির্মল বিদ্যালয় পুরস্কার দিতে উদ্যোগী হয়েছে সর্বশিক্ষা মিশন কর্তৃপক্ষ। দফতর সূত্রে জানা গিয়েছে, সমীক্ষায় জেলার ২৬টি সার্কেল থেকে ৫২টি স্কুলের নাম সম্ভাব্য পুরস্কার প্রাপকের তালিকায় রাখা হয়েছে। তারমধ্যে প্রতিটি সার্কেলের একটি করে মোট ২৬টি স্কুলকে বেছে নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে বলে সর্বশিক্ষা মিশনের কোচবিহারের প্রকল্প আধিকারিক আমিনুল আহসান জানান। তিনি জানান, সহকারি প্রকল্প আধিকারিক বরুণ মজুমদারের নেতৃত্বে একটি দল স্কুলগুলিতে ঘুরে চূড়ান্ত তালিকা তৈরি করবেন। পুরস্কার হিসাবে স্কুলগুলির হাতে স্মারক ট্রফি মানপত্র ছাড়াও ৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। নির্মল পুরস্কারপ্রাপ্ত স্কুলগুলির মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রাথমিক ও হাইস্কুলগুলির দুটি করে স্কুল শিশুমিত্র পুরস্কার পাবে। রাজ্য সর্বশিক্ষা মিশন কর্তৃপক্ষ ওই পুরস্কার দেবে। পুরস্কার হিসাবে ট্রফি শংসাপত্র ছাড়াও ২৫ হাজার টাকা দেওয়া হবে।
|
রায়গঞ্জ পুরসভার উদ্যোগে শহরের কেন্দ্রস্থলে মহাত্মা গাঁধীর মূর্তি বসানো হল। বুধবার গাঁধীজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে ওই মূর্তির উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক মোহিত সেনগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর, শিক্ষক শিক্ষিকা-সহ বাসিন্দারা। ব্রোঞ্জের তৈরি সাড়ে ৯ ফুট উচ্চতার গাঁধীজির ওই মূর্তিটি তৈরি করতে পুরসভার খরচ হয়েছে ১১ লক্ষ টাকা। মোহিতবাবু বলেন, “জন্মদিনে জাতির জনক মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।”
|
ফাঁকা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে এক প্রাথমিক শিক্ষকের বেতন ও বোনাসের প্রায় কুড়ি হাজার টাকা চুরি করল দুষ্কৃতীরা। সেই সঙ্গে তিন ভরি সোনার গয়না ও বেশকিছু রুপোর গয়না চুরি হয়েছে। বুধবার দুপুরে বংশীহারির রাঙাপুকুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, প্রাথমিক শিক্ষক আনিসুর রহমান স্ত্রী ও ছেলেকে নিয়ে বুনিয়াদপুরে চিকিৎসককে দেখাতে যান। সে সময় দুষ্কৃতীরা ছাদে উঠে সিঁড়ির দরজা দিয়ে ঘরে ঢোকে।
|
গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চোপড়া থানার ভাটা এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লাবিন বিঞ্জি (২০)। তাঁর বাড়ি চোপড়ার তুলশিভিটা এলাকাতে। এদিন চোপড়ার একটি চা বাগানে কাজের জন্য যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। |