দ্বিপাক্ষিক চুক্তি মেনে বোনাস দিতে অস্বীকার করায় ডুয়ার্সের বানারহাট থানার তোতাপাড়া চা বাগানের শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে বাগানের শ্রমিকরা নির্ধারিত বোনাসের দাবিতে কারখানার সামনে গেট মিটিং শুরু করেছেন। উত্তরবঙ্গের যুগ্ম শ্রম আধিকারিক মহম্মদ রিজওয়ান বাগান মালিক ও শ্রমিক পক্ষকে ডেকে শিলিগুড়িতে গত সোমবার বৈঠক করলেও মালিকপক্ষ ১৮ শতাংশের বেশি বোনাস দিতে পারবেন না বলে জানিয়ে দিতেই বৈঠক ভেস্তে যায়। যুগ্ম শ্রম আধিকারিক বলেন, “আলোচনা চলছে। খুব দ্রুত ফের বৈঠক ডাকব।”
প্রশাসনিক সূত্রের খবর, এবার তরাই-ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা ২০ শতাংশ বোনাস পাবেন বলে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কলকাতায় চুক্তি স্বাক্ষরিত হয়। বহু বাগান বোনাস মিটিয়ে দিলেও ডুয়ার্সের তোতাপাড়া চা বাগান কর্তৃপক্ষ বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিতে অস্বীকার করেন। বাগানের ম্যানেজার সুবীরচন্দ্র ঘোষ জানান, শিলাবৃষ্টি-সহ নানা কারণে গতবার পঞ্চাশ শতাংশ চা উৎপাদন কমে গিয়েছে। সেই জন্য আমরা বোনাস কম দেব বলে শ্রমিকদের জানিয়েছি। শ্রমিকরা গেট মিটিং করে সময় নষ্ট করছেন। তাতে বাগানের ক্ষতি হচ্ছে।
সিটু নেতা চৈতন মুন্ডা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ তো আশেপাশের বাগানে হয়েছে। তারা তো বোনাস ঠিকমত মেটাচ্ছেন। গতবার মালিকপক্ষ ১৮ শতাংশ বোনাস দিয়েছিল। এবার শ্রমিকেরা তা মানবেন না।” এনইউপিডব্লুউ নেতা মণি ডার্নাল বলেন, “নির্দিষ্ট হারে বোনাস না দেওয়া পর্যন্ত গেট মিটিং চলবে।” |