পুজোর পথ নির্দেশিকা প্রকাশ হল শিলিগুড়িতে। বুধবার সকালে এয়ারভিউ মোড় ট্রাফিক গার্ডের পাশে একটি অনুষ্ঠানে ওই ম্যাপগুলি প্রকাশ করা হয়। প্রতি বছর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার দুটি আলাদা পথ নির্দেশিকা প্রকাশ করা হত। এ’বছর তা তিনটি ভাগ করা হয়েছে। বৃহত্তর শিলিগুড়ি, বাগডোগরা-মাটিগাড়া এবং আমবাড়ি ফালাকাটা। এই পথ নির্দেশিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন, ডেপুটি কমিশনার ও জি পাল সহ সমস্ত পুলিশ কর্তারা। গৌতমবাবু বলেন, “পুজোয় সুষ্ঠুভাবে, সঠিক রাস্তায়, কম পরিশ্রমে ঘুরতে এই পথ নির্দেশিকার জুড়ি নেই। এবারও দর্শনার্থীদের সাহায্য করবে এই মানচিত্র বলে আশা প্রকাশ করছি।” পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত ট্রাফিক কন্ট্রোল রুম এবং থানা এবং পুজোর সময় সমস্ত পুলিশ সহায়তা কেন্দ্র থেকে এই পথ নির্দেশিকা বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ।
এর আগে শিলিগুড়ি ও ভক্তিনগর থানার আলাদা পথ নির্দেশিকা প্রকাশ করা হত। কমিশনারেট হওয়ার পরে এবার আরও বেশি সুবিধার জন্য তিনটি মানচিত্র প্রকাশ করা হল বলে জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন। তিনি বলেন, “পুজোয় পথনির্দেশিকা প্রকাশের পাশাপাশি নিরাপত্তার দিকেও জোর দেওয়া হচ্ছে। বুধবার থেকেই প্রাক পুজো অপরাধ দমন অভিযান চলবে।”
নিরাপত্তার খাতিরে ক্লোজ়ড সার্কিট ক্যামেরা লাগানো হচ্ছে বড় কয়েকটি পুজো এবং শিলিগুড়ি মহানন্দা ঘাটে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও আরও বিশেষ কয়েকটি ব্যবস্থা নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ১০ অক্টোবর ষষ্ঠী থেকে ১৪ অক্টোবর দশমী পর্যন্ত শিলিগুড়ির হিলকার্ট রোড, সেবক রোড, বর্ধমান রোড স্টেশন ফিডার রোডে নির্দিষ্ট সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই রাস্তাগুলিতে বড় ও মাঝারি গাড়ির যাতায়াত বন্ধ থাকবে বিকেল ৪ টা থেকে পরদিন ভোর ৩টে পর্যন্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ে এবং বড় পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের সমাগমের কথা মাথায় রেখে ৪৩ টি পুলিশ সহায়তা কেন্দ্র চালু করা হবে। পুজোর দিনগুলিতে এখান থেকে সবরকম সাহায্য পাওয়া যাবে। অন্যদিকে বাগডোগরা ও মাটিগাড়ায় মোট ৬ টি সএইরকম সহায়তা কেন্দ্র করা হবে বলে জানা গিয়েছে।
এবার শিলিগুড়িতে নথিভুক্ত সর্বজনীন পুজোর সংখ্যা ৭৩ টি। সেখানে বাগডোগরা-মাটিগাড়ায় ২২টি এবং আমবাড়ি ফালাকাটায় ৯টি নথিভুক্ত পুজো রয়েছে। সব মিলিয়ে বৃহত্তর শিলিগুড়িতে মোট ১০৪ টি পুজোর তালিকা প্রকাশ হয়েছে। |