টুকরো খবর
ধর্নায় কংগ্রেস
ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে দলীয় কার্যালয়ে সামনে দুই দিনব্যাপী ধর্নায় বসল কংগ্রেসের জেলা নেতৃত্ব। বুধবার শিলিগুড়ির হাসমিচকে দলীয় কার্যালয়ের সামনে তারা ধর্নায় বসেন। কংগ্রেসের অভিযোগ, শহরে ডেঙ্গি নিয়ে কোন কাজ করতে পারেনি স্বাস্থ্য দফতর। দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি (সমতল) শঙ্কর মালাকার বলেন, “ডেঙ্গি রোধে আমরা রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে ব্লকস্তর থেকে প্রচার করব।” এ দিন নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন জেলা সভাপতি। তিনি বলেন, “সামনে মহকুমা পরিষদের ভোট। লোকসভা নির্বাচনও দূরে নয়। এআইসিসি’র তরফে তাই সব কমিট পুনর্গঠনের প্রস্তুতি চলছে। সে কথা মাথায় রেখে প্রথম পর্বে নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটি ভেঙে দেওয়া হল।” কংগ্রেসের একটি সূত্রেই খবর, ওই কমিটির অন্তত ২জন শীর্ষ নেতা তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নেন বলেই তড়িঘড়ি কমিটি ভাঙা হয়েছে।

কাটা হাতে ভ্যান নিয়ে দৌড়
ডুয়ার্সের ময়নাখোলায় জাতীয় সড়কে ছুটছিল তাঁর পিক আপ ভ্যান। উল্টো দিক থেকে আসা ট্রাকের আলো চোখে পড়ায় জানলা দিয়ে হাত বার করে বিরক্তি প্রকাশ করতে থাকেন বছর আঠাশের সুভাষ চিক বরাইক। কিন্তু তাঁর ভ্যানের গা ঘষে দিয়ে তীব্র বেগে বেরিয়ে যায় ট্রাকটি। তার ধাক্কায় সুভাষের ডান হাত কব্জি থেকে ছিন্ন হয়ে পড়ে যায় রাস্তায়। রক্তাক্ত অবস্থাতেই এক হাতে প্রায় দু’কিলোমিটার ভ্যান চালিয়ে সুভাষ থামেন নাগরাকাটায় তাঁর বন্ধু রাজেন্দ্র সাউয়ের বাড়িতে। মঙ্গলবার গভীর রাতে ছিন্ন-কব্জি বন্ধুকে দেখে চমকে ওঠেন রাজেন্দ্র। প্রথমে শুল্কাপাড়া ব্লক হাসপাতাল, পরে সুভাষকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বাগানে দলবদল
ডুয়ার্সের কিলকট চা বাগানের শ্রমিকরা প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন থেকে তৃণমূল টি প্ল্যানটেশন ওয়ার্কার্স ইউনিয়নে যোগ দিলেন। বুধবার বাগানে যান সংগঠনের সভাপতি জোয়াকিম বাক্সলা। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সম্পাদক আশিস কুন্ডু। বাগানের নতুন ইউনিট কমিটির সম্পাদক মনোনীত হয়েছেন রামচন্দ্র প্রজা। প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের মেটেলি ব্লকের নেতা গনেশ চিকবরাইক জানান, কিলকট বাগানের সব শ্রমিক তৃণমূলের সংগঠনে যাননি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.