ডিভিসি-জট কাটাতে ৯ই হবে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পকে ঘিরে তৈরি হওয়া জট কাটাতে আগামী ৯ অক্টোবর ত্রিপাক্ষিক বৈঠক হবে রঘুনাথপুর মহকুমাশাসকের দফতরে। বৈঠকে থাকবেন জেলাশাসকের প্রতিনিধি হিসাবে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), ডিভিসি-র পদস্থ আধিকারিকেরা এবং বিক্ষুব্ধ জমি-মালিকদের সংগঠনগুলির প্রতিনিধি। এ ছাড়াও থাকার কথা অতিরিক্ত পুলিশ সুপার এবং রঘুনাথপুরের এসডিপিও-র। বুধবার জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, “আমরা আলাপ আলোচনার মাধ্যমেই এই সমস্যা মেটাতে চাইছি। সেই প্রেক্ষিতেই প্রশাসনিক স্তরে উদ্যোগী হয়ে এই বৈঠক ডাকা হয়েছে। ডিভিসি-র আধিকারিক ও আন্দোলনকারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে সমাধানসূত্র বের করাই ওই বৈঠকের লক্ষ্য।” প্রশাসন সূত্রের খবর, গত ২৩ সেপ্টেম্বর পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জেলা প্রশাসনকে তিনি আলোচনার পথেই রঘুনাথপুরের সমস্যা মেটানোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই এই বৈঠকের আয়োজন। সম্প্রতি আন্দোলনকারী ‘ল্যান্ডলুজার্স অ্যাসোসিয়েশন’ প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক করার কথা থাকলেও তা করা হয়নি। সব মিলিয়ে জেলা প্রশাসনের উপরে দ্রুত বৈঠক করার একটা চাপ ছিল। কিন্তু, ছুটিছাটা ও নানা কারণে ৯ তারিখের আগে ওই বৈঠক ডাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসনের এক কর্তা। |
দেওয়াল ধসে দম্পতির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ় দম্পতির। মঙ্গলবার গভীর রাতে গঙ্গাজলঘাটি থানার ভুঁইফোড় গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতেরা বলেন লক্ষ্মণ মান্ডি (৬০) ও ক্ষিরি মান্ডি (৫০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটির দেওয়াল ও টালির ছাউনির ঘরে ওই দম্পতি শুয়েছিলেন। কয়েকদিনের টানা নিম্নচাপের বৃষ্টিতে মাটির দেওয়াল নরম হয়ে গিয়েছিল। মাঝরাতে তাঁদের উপর ধসে পড়ে দেওয়াল। পড়শিরা মাটি সরিয়ে দেখেন লক্ষ্মণবাবুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রীকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়। বুধবার দুপুরে সেখানে তিনি মারা যান। লক্ষ্মণবাবুর নাতনি বন্দনা মান্ডি বলেন, “আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শব্দে ঘুম ভেঙে যায়। বেরিয়ে দেখি দাদু-ঠাকুমার ঘর ভেঙে ধসে পড়েছে। গ্রামের লোকেরাই উদ্ধারে নামেন। শেষ রক্ষা হল না।” গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জীতেন গরাই বলেন, “মৃতদের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় সে ব্যবস্থা করা হবে।” |
খুনের ঘটনায় ধৃত এক
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
জুয়ার ঠেকে গণ্ডগোলের জেরেই খুন হয়েছেন পাত্রসায়রের কুশদ্বীপ গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী সুবোধ পাল। এমন দাবি করে পুলিশ ওই খুনের ঘটনায় জড়িত অভিযোগে মঙ্গলবার বিষ্ণুপুরের বেলিয়াড়া গ্রামের আলি মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। ধৃতকে বুধবার বিষ্ণুপুর আদালত পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। |