|
|
|
|
শ্রদ্ধায় স্মরণ মোহনদাসকে
নিজস্ব প্রতিবেদন |
মোহন দাস কর্মচন্দ গাঁধীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার জেলার বিভিন্ন এলাকাতেই নানা অনুষ্ঠান হয়। বিভিন্ন সংগঠন দিনটি উদ্যাপন করে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগেও দিনটি উদ্যাপন করা হয়েছে। এদিন সকালে জেলা পরিষদ ক্যাম্পাসে এক অনুষ্ঠান হয়। গাঁধীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, সচিব বিপুল বিশ্বাস সহ প্রবীর সাহু, রাজেশ নায়েক প্রমুখ জেলা পরিষদের কর্মী। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। |
|
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গাঁধী চর্চা কেন্দ্র আয়োজিত মোহনদাস কর্মচন্দ গাঁধীর
চিন্তা বিষয়ক এক শিক্ষা শিবিরের উদ্বোধন হল বুধবার। ছবি: কিংশুক আইচ। |
নতুন প্রজন্মের কাছে মহাত্মা গাঁধীর মূল্যায়নের প্রয়োজন এখনও আছে। রাজনীতিক গাঁধী ও দার্শনিক গাঁধী, এই দুই সত্তার জীবন দর্শন এখনও চিন্তার খোরাক জোগায়। বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গাঁধী চর্চা কেন্দ্রের উদ্যোগে ‘গাঁধীর চিন্তাধারা’ শীর্ষক তিনদিন ব্যাপী শিক্ষা শিবিরের সূচনা করে এমনটাই জানালে বিশিষ্ট গাঁধী বিশেষজ্ঞ অধ্যাপক আশোক মুখোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সন্দীপ দাস, অম্বরীশ মুখোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান রাজকুমার কোঠারি, গাঁধী চর্চা কেন্দ্রের আহ্বায়ক তরুণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
গোদাপিয়াশাল মহাত্মা গাঁধী স্মৃতি উচ্চ বিদ্যালয়েও জাতির জনককে স্মরণ করা হয়। এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, গাঁধীজীর মূর্তিতে মাল্যদান ছাড়াও মোহনদাসের কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন শিক্ষকেরা। মহাত্মা বিষয়ক ক্যুইজ, অঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভারও আয়োজন ছিল। সফলদের পুরস্কার দেওয়া হয়। স্কুলের দেওয়াল পত্রিকাও প্রকাশিত হয় এ দিন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রণব সিংহ, শিক্ষক শিবপ্রসাদ কুণ্ডু, সুকুমার দাস, প্রাক্তন শিক্ষক প্রদীপ নন্দী, পরিচালন সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রানা প্রমুখ। |
|
|
|
|
|