|
|
|
|
ঝাড়খণ্ডেও লোকসভা ভোটে লড়বে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গঠন নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। আজ রাঁচিতে তিনি বলেন, “পঞ্চায়েত থেকে পুর-নির্বাচন, পশ্চিমবঙ্গে সব ক্ষেত্রে আমরাই এগিয়ে। তবে এটা ঠিক, রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই।”
লোকসভা নির্বাচনে এ বারও ঝাড়খণ্ডে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল। তা নিয়েই আজ রাঁচি-সহ অন্য জেলাগুলির তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেন মুকুলবাবু।
তিনি জানান, ঝাড়খণ্ডে লোকসভা ভোটে কংগ্রেস বা বিজেপি-র সঙ্গে জোট গড়বেন না। আঞ্চলিক কোনও দলের সঙ্গে সম্পর্ক তৈরিতে তৃণমূলের আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
আগেও এ রাজ্যে নির্বাচনে লড়েছিল তৃণমূল। ফলাফল একেবারেই ভাল হয়নি। তা নিয়ে মুকুলবাবু বলেন, “আগের বার আমাদের অনেক ভুল-ত্রুটি ছিল। কিন্তু এ বার তা হবে না।”
মুকুলবাবু জানান, সমর্থন জোগাড়ে দীপাবলির পর থেকেই ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় ‘জনসম্পর্ক যাত্রা’ করবেন তৃণমূল কর্মীরা। তিনি বলেন, “ঝাড়খণ্ড গঠনের পর থেকে এখানে কোনও সরকারই স্থায়ী হয়নি। কয়েক বছরে ৯ জন মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজ্য উন্নয়নে ব্যর্থ হয়েছে। মানুষ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই চাইছেন।”
রাজ্যে বর্তমানে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট ক্ষমতাসীন। রাজনৈতিক মহলের বক্তব্য, লোকসভা ভোটের দিকে তাকিয়েই জোট হয়েছে। সে ক্ষেত্রে শিবু সোরেনের জেএমএম-এর সঙ্গে তৃণমূলের জোট তৈরির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
|
|
|
|
|
|