|
|
|
|
|
কিশোরী পরিচারিকাকে
‘ধর্ষণ’, পলাতক প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা |
|
কিশোরী পরিচারিকাকে ফ্ল্যাটে আটকে রেখে কয়েক মাস ধরে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। মঙ্গলবার সাউথ সিটি-র আবাসন থেকে ১১ বছরের ওই মেয়েকে উদ্ধার করেছে যাদবপুর থানার পুলিশ। ওই কিশোরী সাউথ সিটি-রই একটি ফ্ল্যাটে কাজ করত বলে জেনেছে পুলিশ। অভিযুক্ত প্রৌঢ় পলাতক। তবে ওই কিশোরীকে ফ্ল্যাটে আটকে রাখার অভিযোগে ওই প্রৌঢ়ের তিন পরিচারিকা গ্রেফতার হয়েছেন।
কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করে এম আর বাঙুর হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, তার দেহে শারীরিক নির্যাতনের চিহ্ন মিলেছে।
পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি বোলপুরে। অর্থাভাবে তার মা-ই তাকে মাস ছ’য়েক আগে পার্থ পালচৌধুরী (৬৫) নামে ওই প্রৌঢ়ের ফ্ল্যাটে কাজে ঢুকিয়েছিলেন। ওই প্রৌঢ় পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ফ্ল্যাটে তিনি একাই থাকেন। তাঁর স্ত্রী থাকেন গড়িয়ায়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সাউথ সিটি-র ১ নম্বর টাওয়ারের নিরাপত্তারক্ষীরা যাদবপুর থানায় ফোন করে জানান, এক কিশোরী একতলার সিঁড়ির নীচে লুকিয়ে কান্নাকাটি করছে। পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তাকে বহুতলের একটি ফ্ল্যাটে আটকে রেখে কয়েক মাস ধরে শারীরিক নির্যাতন করছেন গৃহকর্তা। ওই ফ্ল্যাটে সে ছাড়া আরও তিন পরিচারিকা কাজ করেন। তাঁরাও তাকে প্রৌঢ়ের নির্দেশে আটকে রেখেছেন। মঙ্গলবার দুপুরে সুযোগ পেয়ে সে ফ্ল্যাটের দরজা খুলে পালিয়ে এসেছে। কিশোরীর কাছ থেকে বিস্তারিত শুনে ওই টাওয়ারের ৩৪ ও ৩৫ নম্বর ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। দু’টি ফ্ল্যাটই পার্থবাবুর। ওই দু’টি ফ্ল্যাট থেকে মিঠু, বুলা ও রাধা নামে তিন পরিচারিকা ধরা পড়েন। তাঁরা জেরায় পুলিশকে জানান, মঙ্গলবার দুপুরে ওই প্রৌঢ় বাইরে কাজ রয়েছে বলে বেরিয়েছেন। আর ফেরেননি।
পুলিশের কাছে কিশোরী অভিযোগ করেছে, পার্থবাবু তাকে একাধিক বার ধর্ষণ করেছেন। তিন পরিচারিকার কাছে অনেক বারই সে বিষয়টি জানিয়েছিল। কিন্তু তাঁরা কিছু শোনেনইনি, উল্টে তাকে বাইরে বেরোতে দেননি। কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ পার্থবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁর খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। |
|
|
|
|
|