অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে তারা কী কার্যকরী পদক্ষেপ করেছে, রাজ্য সরকারের কাছে সরাসরিই তা জানতে চাইল কলকাতা জেলা বামফ্রন্ট। মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ‘খাদ্য ভবন চলো’ কর্মসূচি ছিল বামেদের। তার আগে কলকাতা জেলা ফ্রন্টের প্রতিনিধিরা মহাকরণে গিয়ে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী সময় না-দেওয়ার জন্যই তাঁদের পাঠানো হয়েছিল শ্রমমন্ত্রীর কাছে। সেখানে আলোচনার সময়েই রাজ্য সরকারের টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাজ নিয়ে প্রশ্ন তোলেন বাম নেতারা।
মূল্যবৃদ্ধি রোধে মজুতদার, ফড়ে ও তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পেট্রোল-ডিজেলের উপর থেকে রাজ্য সরকারের বাড়তি কর প্রত্যাহার-সহ ৯টি দাবি ছিল বামেদের। মন্ত্রী তাঁদের জানান, রাজ্য টাস্ক ফোর্স গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহায়তা না-পাওয়ায় সব কাজ করে ওঠা যাচ্ছে না। প্রয়োজনে কেন্দ্রের কাছে সর্বদল প্রতিনিধি নিয়ে দরবার করতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন বাম নেতারা।
সিপিএমের দিলীপ সেন, সিপিআইয়ের প্রবীর দেব, ফরওয়ার্ড ব্লকের মইনুদ্দিন শামসেরা প্রশ্ন তুলেছেন, এত টানাটানির মধ্যেও সরকারি কোষাগার থেকে সারদা-কাণ্ডের ক্ষতিপূরণে এত অর্থব্যয় করা হচ্ছে কেন? কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপবাবু বলেন, “লাগামছাড়া মূল্যবৃদ্ধি হচ্ছে। অথচ কর্মীদের মাইনে বাড়েনি, বকেয়া মহার্ঘ ভাতাও পাননি সরকারি কর্মীরা।” বৃষ্টির মধ্যেই এ দিন সুবোধ মল্লিক স্কোয়ার ও বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মিছিল করে খাদ্য ভবনের সামনে জমায়েত করেছিল কলকাতা ফ্রন্ট। |