বামফ্রন্টে থেকেও তাদের এড়িয়ে উত্তর মালদহ এবং রায়গঞ্জ রাজ্যের এই দু’টি লোকসভা কেন্দ্রে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করল সমাজবাদী পার্টি (সপা)। দলের রাজ্য কমিটির বৈঠকের পরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিরণময় নন্দ মঙ্গলবার এ কথা জানান। ফ্রন্টকে উপেক্ষা করে তাঁদের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বাম শিবিরে বড় ধাক্কা।
এ রাজ্যে আগে অনেক বার বামফ্রন্টের কাছে লোকসভার আসনে লড়ার সুযোগ চেয়েও পায়নি সপা। এখনও তারা বামফ্রন্টেই আছে। সে ক্ষেত্রে কী ভাবে এক তরফা ওই সিদ্ধান্ত ঘোষণা করা হল? কিরণময়বাবুর জবাব, “জাতীয় স্তরে আমরা জোটে নেই। উত্তরপ্রদেশের বাইরে মধ্যপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে সমাজবাদী পার্টি প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ রাজ্যেও লড়ছি।” বস্তুত, মুখে না বললেও ওই দুই আসনে তৃণমূলের সমর্থনের দিকে তাকিয়ে রয়েছেন কিরণময়বাবু। তাঁর কথায়, “কী হবে, কে সমর্থন করবে, তা পরে বোঝা যাবে। তবে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল।”
বামফ্রন্টের মধ্যে থেকেও সপা যে ভাবে তাদের এড়িয়ে এ রাজ্যের দু’টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করায় আলিুদ্দিন অস্তস্তিতে। বিমান বসু বলেন, “আমি কিছু জানি না। আগে দেখি, ওঁরা কী বলেছেন।” বামফ্রন্ট সূত্রে খবর, কোনও ভাবেই সপা-কে কোনও আসনে সমর্থন করবে না বামেরা, তা বুঝেই কিরণময়বাবুর ওই সিদ্ধান্ত। ওই দুই আসনেই মুসলিম ভোট ৫০%-এর বেশি। পঞ্চায়েত ভোটেও উত্তর দিনাজপুর ও মালদহে সিপিএমের সঙ্গে কোনও সমঝোতা হয়নি সপা-র। ভোটের অঙ্ক কষে উত্তরপ্রদেশে বিজেপি দাঙ্গা বাধানোর চেষ্টা করছে এই অভিযোগ তুলে কিরণময়বাবু বলেন, “লোকসভা ভোটের পরে কংগ্রেস যেমন ক্ষমতায় ফিরতে পারবে না, তেমনই বিজেপি-ও ক্ষমতা দখল করতে পারবে না। অন্য দলগুলি একজোট হয়ে সরকার গঠন করবে।” তাতে সপা এবং তৃণমূলের ভূমিকা থাকবে, আশাবাদী তিনি। |