বাড়ি থেকে পালিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক প্রৌঢ়কে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন আদ্রার আরপিএফ কর্মীরা। মঙ্গলবার বিকেলে কীর্তন প্রধান নামের প্রায় ৫০ বছরের ওই ব্যক্তিকে তাঁর পরিজনেরা এসে নিয়ে যান। ওড়িশার দেওগড় জেলার কন্দহল গ্রামে তাঁর বাড়ি। আরপিএফের আদ্রা থানার ওসি সঞ্জয় হাজরা বলেন, “সোমবার রাতে আদ্রা স্টেশনে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি শুধু নাম ও গ্রামের নাম জানিয়েছিলেন। খোঁজ চালিয়ে তাঁর বাড়ির লোকেদের খবর দেওয়া হয়।” কীর্তনবাবুর ছেলে নরেশ প্রধান. বলেন, “কয়েক বছর ধরে বাবা মানসিক রোগে ভুগছেন। চিকিৎসা চলছে। আগে কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু এত দূরে আসেননি।”
|
কালর্ভাটের নীচ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে বিষ্ণুপুর থানার খড়িকাশুলি গ্রামের কাছে দেহটি পড়ে ছিল। বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের ওই ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট ও চেক কাটা টি-শার্ট । তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
পুরুলিয়ার অর্থনীতিতে প্রাণী সম্পদের ভূমিকা শীর্ষক আলোচনা হল হুড়ার দাপাং গ্রামে। মঙ্গলবার ওই আলোচনায় ছিলেন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের উপ-অধিকর্তা রূপম বড়ুয়া, হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ মাহাতো প্রমুখ। প্রাণী চিকিৎসকদের একটি সংগঠন ওই সভার উদ্যোক্তা। সভাধিপতি বলেন, “জেলার আর্থিক মানোন্নয়নে প্রাণী সম্পদ বিকাশের গুরুত্ব বাড়ছে। রাজ্য সরকারও এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে।” পরে শিবির করে গবাদি পশু ও হাঁস-মুরগির টীকাকরণ করা হয়।
|
ঔপনিবেশিকতাবাদ, উত্তর ঔপনিবেশিকতাবাদ এবং তারও পরে-শীর্ষক দু’দিনের আলোচনাসভা হয়ে গেল বিষ্ণুপুরের রামানন্দ কলেজে। ইউজিসি-র সহায়তায় সম্প্রতি এই সভার আয়োজন করেছিল রামানন্দ কলেজের বাংলা, ইংরেজি ও সংস্কৃত বিভাগ এবং ভড়ার স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়। |