ব্যারাকপুর থেকে উদ্ধার হওয়া ছাত্র শান্তনু মণ্ডলকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। সোমবার ব্যারাকপুর স্টেশন থেকে ওই ছাত্রকে উদ্ধার করে বেলেঘাটা থানার পুলিশ। বামনঘাটার বাসিন্দা শান্তনু বেলেঘাটার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। ৯ সেপ্টেম্বর থেকে তাকে ছাত্রাবাসে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারকে জানানো হয়েছিল। অপহরণের অভিযোগ করেছিল পরিবার। ছাত্র নিখোঁজ ঘিরে উত্তেজিত জনতা স্কুলে ভাঙচুর চালায়। পুলিশ জানিয়েছে, পরীক্ষা খারাপ হওয়ায় শান্তনু স্কুলের পাঁচিল টপকে পালিয়ে ব্যারাকপুরে একটি হোটেলে কাজ শুরু করে। সোমবার রাতে একটি সূত্রে বেলেঘাটা থানার পুলিশ জানতে পারে শান্তনু ব্যারাকপুরে রয়েছে। তার পরেই খবর দেওয়া হয় ব্যারাকপুর জিআরপিকে।
|
দু’টি ভিন্ন ধর্ষণের অভিযোগে সোমবার রাতে দু’জনকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ। ওই সন্ধ্যায় বছর আটেকের এক নাবালিকাকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগে মিঁয়ারঘেরি এলাকার বাসিন্দা ছুন্নত লস্কর নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অন্য দিকে, জীবনতলায় এক বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় স্থানীয় বাসিন্দা রুহুল আমিন মোল্লাকে। পুলিশ সূত্রের খবর, ওই বধূর স্বামী কর্মসূত্রে বাইরে। সেই সুযোগেই রুহুল তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার ওই বধূ এবং নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য ক্যানিং হাসপাতালে পাঠায় পুলিশ।
|
নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার করল মঙ্গলবার সকালে খালধার-বটতলা থেকে বিপুল সর্দার (১৯) ওরফে সন্তু নামে ওই যুবকের দেহ মেলে। পেশায় দিনমজুর সন্তু মিলন পল্লি এলাকায় পুরসভার আবাসনে থাকতেন। পরিবারের লোকজন শক্তিগড় এলাকার বাসিন্দা রবি সর্দার নামে এক জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন থানায়। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। |