টুকরো খবর |
জেল ভেঙে ফেরার সিমির সাত জঙ্গি
সংবাদ সংস্থা • খান্ডোয়া |
ভোরের আলো ফোটেনি তখনও। সেই সুযোগে মধ্যপ্রদেশের খান্ডোয়ায় জেল ভেঙে পালাল সাত বন্দি। নিষিদ্ধ সংগঠন সিমির এই সাত সদস্যের প্রত্যেকের বিরুদ্ধেই খুন বা খুনের চেষ্টার মতো গুরুতর অপরাধের বিচার চলছে আদালতে। শেষ পর্যন্ত কেন্দ্রের কড়া অবস্থানের সামনে পড়ে জেলের ছয় কর্মীকে সাসপেন্ড করল মধ্যপ্রদেশ। খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ শর্মা জানিয়েছেন, এ দিন ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রথমে শৌচাগারের দেওয়াল ভেঙে বাইরে আসে এই বন্দিরা। সেখানে তখন পাহারায় ছিলেন লোকেশ হিরভি ও সুরো তিওয়ারি নামে দুই রক্ষী। বন্দিদের জেলের বাইরে দেখে তাঁরা বাধা দিতে যান। আটকানো তো দূরে থাক, উল্টে ছুরি নিয়ে রক্ষীদের উপরই চড়াও হয় সাত বন্দি। মেরে-ধরে, বন্দুক লুঠ করে চম্পট দেয় তারা। তবে জেলের পাঁচিল টপকানোর বিশেষ বাহিনীর দুই জওয়ানকে লক্ষ্য করে গুলি চালায় তারা। পলাতকদের নাম আমজাদ, আসলাম, জাকির, মেহবুব, ইজাউদ্দিন, আবু ফয়জল ও আবিদ মির্জা।
|
স্থগিত অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
|
খারাপ আবহাওয়ার কারণে আপাতত স্থগিত হয়ে গেল ভারত ও বাংলাদেশের ‘জয়েন্ট রিট্রিট সেরিমনি’। মঙ্গলবার এ দেশের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল সীমান্তের ‘নো-ম্যানস্ ল্যান্ডে’ ওই সৌহার্দ্যমূলক অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। উপস্থিত থাকার কথা ছিল ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিএসএফ-বিজিবি-র ডিজি এবং দু’দেশের হাই-কমিশনারদের। কিন্তু মঙ্গলবার ভোর থেকে আবহাওয়া খারাপ থাকায় অনুষ্ঠান স্থগিত করে দেয় বিএসএফ। অনুষ্ঠানের পরবর্তী দিন ও সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে জানানো হবে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
|
স্থলসীমান্ত চুক্তি নিয়ে আশাবাদী মনমোহন |
প্রধানমন্ত্রীর বিশেষ বিমান: বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির বিষয়ে এখনও আশাবাদী প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে ফিরতি বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিষয়টি নিয়ে এত দেরি হওয়ায় আমি নিজেও যথেষ্ট হতাশ।” মনমোহন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক আলোচনায় চুক্তি নিয়ে দেরির বিষয়টি ওঠে। শীতকালীন অধিবেশনে বিলটি ফের সংসদে তোলা হবে বলে হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “এখনও সময় আছে। বিলটি নিয়ে আপত্তি দূর করতে বিরোধী দলগুলির সঙ্গে আরও কথা বলা হবে।” গত সপ্তাহে মনমোহনের সঙ্গে আলোচনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবাদ সংস্থাকে বলেছিলেন, স্থলসীমান্ত চুক্তিতে দু’দেশই লাভবান হবে। যারা এর বিরোধিতা করছেন, পুরোটা খতিয়ে না দেখেই তাঁরা এই অবস্থান নিয়েছেন।
|
মোদীকে হেনস্থা নিয়ে চিঠি |
সিবিআইকে দিয়ে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে একাধিক বার দাবি করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এ বার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ১৫ পাতার চিঠি লিখলেন রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি। চিঠিতে তাঁর দাবি, কংগ্রেস মোদী ও বিজেপির সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই সিবিআই ও অন্যান্য নানা গোয়েন্দা সংস্থাকে দিয়ে মোদীকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি সূত্রের খবর, লোকসভার আগে মোদীকে নানা ভাবে চাপে ফেলার চেষ্টা চলছে। তাই বিজেপি বিষয়টি নিয়ে উচ্চগ্রামে প্রচার করতে চায়। যাতে প্রয়োজনে রাজনৈতিক ফায়দা তোলা যায়।
|
১৪ দিন ছুটি সঞ্জয়ের |
বেরোনোর পর। ছবি: পিটিআই। |
পায়ের চিকিৎসার জন্য দু’সপ্তাহের জন্য জেল থেকে ছাড়া পেলেন সঞ্জয় দত্ত। ১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ইয়েরওয়াড়া জেলে ৪২ মাসের কারাদণ্ড ভোগ করছেন এই অভিনেতা। মঙ্গলবার সকালে তিনি বাইরে আসেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভদ্র আচরণের জন্য তাঁকে সাময়িক ছুটি দেওয়া হচ্ছে।
পুরনো খবর: বিস্ফোরণ ’৯৩ |
|