স্পট এক্সচেঞ্জের ব্যাঙ্ক অ্যাকউন্ট বন্ধ
সংবাদ সংস্থা • মুম্বই |
আর্থিক সঙ্কটে পড়া ন্যাশনাল স্পট এক্সচেঞ্জ (এন এস ই এল)-এর সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজ বন্ধ করে দিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। এর ফলে লগ্নিকারীদের ১৭৪.৭২ কোটি টাকা আপাতত মেটানো যাবে না বলে এনএসইএলের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই সব অ্যাকাউন্ট খোলা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, লগ্নিকারীদের ৫৬০০ কোটি টাকা না-মেটাতে পারায় গত ৩১ জুলাই থেকে সরকারি নির্দেশে আগাম পণ্য লেনদেনের এই এক্সচেঞ্জটি বন্ধ। নয়াদিল্লি থেকে সিবিআই মুখপাত্র কাঞ্চন প্রসাদ জানিয়েছেন, তাঁরা প্রাথমিক তদন্ত শুরুও করে করেছেন। প্রোমোটারদের কাছে নথিপত্র তলব করা হয়েছে। শীঘ্রই তাঁদের ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য।
|
পস্কো নিয়ে রাষ্ট্রপুঞ্জ কমিটির সুপারিশ |
ওড়িশায় পস্কো প্রকল্পের কাজ অবিলম্বে বন্ধ করা উচিত। মঙ্গলবার এই মত প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত কমিটি। তাদের মতে, এই প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। মাথায় রাখা হয়নি দীর্ঘ দিন ধরে ওই অঞ্চলে বসবাসকারীদের অধিকারের কথা। সে কারণেই পস্কোকে কাজ বন্ধ করতে বলেছে তারা।
|
পরিবর্তিত জেট-এতিহাদ চুক্তিতে সন্তোষ জানাল সেবি। তারা জানিয়েছে, এর জেরে জেটের নিয়ন্ত্রণ বিদেশি হাতে যচ্ছে না। বিষয়টি আইন মেনেও হয়েছে। তাই এ বার কেন্দ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেবি জানিয়েছে, জেটের ২৪% শেয়ার নিতে বাজারে খোলা প্রস্তাব দিতে হবে না এতিহাদকে।
|
বোরোপ্লাস দূষণরোধী ফেস-ওয়াশ আনল ইমামি। সংস্থার দাবি, দূষণেও ত্বকের সুরক্ষার জন্য বিশেষ উপাদান রয়েছে এতে। প্রচারের জন্য অভিনেত্রী বিপাশা বসুকে দূত করেছে সংস্থা। |