ট্রেনের শৌচাগারে শিশু
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
অসুস্থ। এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন ট্রেন থেকে উদ্ধার শিশু। |
উত্তরবঙ্গ এক্সপ্রেসের শৌচাগার থেকে উদ্ধার করা হল এক শিশুকন্যাকে। সোমবার নিউ কোচবিহার স্টেশনে এই ঘটনা ঘটে। এমজেএন হাসপাতালের শিশু বিভাগে শিশুটির চিকিৎসা চলছে। রেল সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি স্টেশন পার হওয়ার পর ওই ট্রেনের এস-৯ কামরার শৌচাগারে গিয়ে একযাত্রী লাল তোয়ালে জড়ানো অবস্থায় শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখেন। তিনি অন্য সহযাত্রীদের বিষয়টি জানানোর পরে তাঁরা রেল পুলিশকে খবর দেন। নিউ কোচবিহার স্টেশনে ট্রেনটি পৌঁছালে রেল পুলিশ শিশুটিকে উদ্ধার করে। চাইল্ড লাইনের সদস্যরা শিশুটিকে তড়িঘড়ি জেলা হাসপাতালে ভর্তি করান। উত্তর পূর্ব রেলের সীমান্ত আলিপুরদুয়ারের ডিভিশনাল ম্যানেজার ধীরেন্দ্র কুমার বলেন, “ধূপগুড়ি স্টেশন থেকে নিউ কোচবিহার পর্যন্ত মহিলা যাত্রী-সহ যাত্রীরা ৪-৫ মাস বয়সের ওই শিশু কন্যাটির দেখভাল করেছেন। দ্রুত শিশুটির অভিভাবকদের সন্ধান করতে রেল পুলিশের সঙ্গে কথা বলছি।” হাসপাতাল সুপার জয়দেব বর্মন বলেন,“শিশুটির শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা রয়েছে। চিকিৎসা চলছে।”জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল। এসপি বলেন, “অভিভাবকদের খোঁজ শুরু হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।” রেল পুলিশের একাংশ অফিসারের অনুমান, সম্ভবত ইচ্ছাকৃতভাবেই ওই শিশুকে ফেলে যাওয়া হয়। |
পুলিশকে সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
থানা থেকে আসামি পালানোর ঘটনায় এক সহকারী সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হল। মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় শনিবার ওই ঘটনার পর রবিবার রাতে ওই অফিসারকে সাসপেন্ড করেন জেলা পুলিশ সুপার। নাম বিশ্বনাথ চক্রবর্তী। তিনি সংশ্লিষ্ট মামলার তদন্তকারী অফিসার ছিলেন। ঘটনার ৩ দিন বাদেও পলাতক আসামির হদিস মেলেনি। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “কর্তব্যে গাফিলতির জন্য ওই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।” যদিও বিশ্বনাথবাবু মন্তব্য করতে চাননি। শনিবার সকালে থানার হাজতের সামনে থেকে পুলিশ কর্মীদের হাত ছাড়িয়ে পালায় ঘুগরু মুশহর নামে ওই আসামি। অষ্টম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে হাজির করার আগে নিয়মমতো তাকে হাসপাতাল থেকে স্বাস্থ্যপরীক্ষা করে থানায় আনা হয়। লক আপে ঢোকার আগে সে হোমগার্ডকে ধাক্কা দিয়ে পালায় যায় বলে অভিযোগ। |
পুলিশ-দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
পুলিশের সহকারী সাব ইন্সপেক্টারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার বংশীহারি থানার হাটপুকুর এলাকার ঘটনা। সোমবার এলাকার রাস্তার ধারে নর্দমা থেকে তাঁর মৃতদেহ পুলিশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চন্দন সমাদ্দার (৫০)। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা চন্দনবাবু ২০১০ থেকে বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মরত ছিলেন। হাটপুকুর এলাকায় তিনি ভাড়া বাড়িতে থাকতেন। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “অফিসার অসুস্থ ছিলেন। সম্ভবত বাড়ি ফেরার সময় তিনি নর্দমায় পড়েন। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।” |
চার স্কুলে নির্বাচন
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মালদহে হরিশ্চন্দ্রপুর। চাঁচল, ও রতুয়ায় ৪টি স্কুলের পরিচালন সমিতির নির্বাচন হল। রবিবার ওই ৪ স্কুলের নির্বাচনে দুটি স্কুলে জয়ী হয়েছে সিপিএম এবং দুটি স্কুলে ‘টাই’ কংগ্রেস ও সিপিএমের মধ্যে। হরিশ্চন্দ্রপুরের সাদলিচক হাই স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে ৫টি আসনে জয়ী হয়েছে সিপিএম ও একটি আসন পেয়েছে কংগ্রেস। স্কুলের পরিচালন সমিতি কংগ্রেসের দখলে ছিল। বেজপুরা হাই স্কুলে সিপিএম ও কংগ্রেস ৩টি আসন পায়। চাঁচলের ধঞ্জা হাইস্কুলে ৬ আসন জিতে পরিচালন সমিতি দখল করল সিপিএম। রতুয়ার ভাদো বিএসবি হাইস্কুলে সিপিএম ও কংগ্রেস ৩টি আসন পেয়েছে। |
টিন কেটে চুরি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দোকান ঘরের ছাদের টিন কেটে ঢুকে লক্ষাধিক টাকার তৈরি পোশাক চুরি করল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটে বালুরঘাট থানার কাছারি রোড এলাকায়। দোকানের মালিক তুলসী সরকার থানায় অভিযোগ দায়ের করে জানান, পুজোর মুখে প্রচুর পোশাক আনা হয়েছিল। সব চুরি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, পুজোর মুখে পুলিশের ঢিলেঢালা নজরদারির জন্যই এমনটা হয়েছে। পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “দুষ্কৃতীদের খোঁজ চলছে।” |
তালা ভেঙে লুঠ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
একটিঋণদানকারী সংস্থার দফতরে তালা ভেঙে টাকা ভর্তি আলমারি লুঠ করল দুষ্কৃতীরা। রবিবার রাতে গঙ্গারামপুর থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে ঘটনাটি ঘটে। সংস্থার শাখা ম্যানেজার পার্থ মন্ডল সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, অফিসের লোহার গেট-সহ ঘরের ৫টি তালা ভেঙে দুষ্কৃতীরা আলমারি উঠিয়ে নিয়ে চলে যায়। প্রায় ৮ লক্ষ টাকা ছিল। আইসি অসীম গোপ বলেন, “ দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে। |