মণ্ডপের সামনে ফুল, পাতা-বাহার গাছ দিয়ে ঘেরা মাঠে, বেশ কয়েকটি বড় ছাতা। প্রতিটি ছাতার তলায় দশটা চেয়ার। এক পাশে চায়ের স্টল, ঝালমুড়ি আর তেলে ভাজার দোকান। ডুয়ার্সের মেটেলির ফ্রেণ্ডস ইউনিয়ন ক্লাবের এবারের থিম ‘আড্ডা’। পুজোর দিনগুলিতে ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের জন্যই মণ্ডপে ‘আড্ডার’ ব্যবস্থা রাখা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মেটেলির ওই পুজো মণ্ডপের কাছেই ডুয়ার্সের সামসিং, সুনতালেখোলা বা রকি আইল্যান্ডের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে। পুজো কমিটির সম্পাদক শেখর চক্রবর্তী এবং ক্লাব সম্পাদক পিঙ্কু দেব জানিয়েছেন, পর্যটকদের কথা ভেবেই আড্ডা থিম বেছে নেওয়া হয়েছে। কমিটির অন্যতম উদ্যোক্তা রাজু পাল বলেন, “পুজো কিন্তু বাঙালিদের কাছে এক মিলন উৎসব। পুজোর দিনগুলিতে সকাল থেকে পাড়ায় আড্ডা শুরু হয়। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা যাতে সেই আড্ডার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে জন্য এই থিম। মণ্ডপে আড্ডার সময়ে নামমাত্র খরচে চা ঝালমুড়ির ব্যবস্থাও থাকবে।” পর্যটকদের আড্ডায় যাতে আসন কম না পড়ে, সে কথা মাথায় রেখে ক্লাব সদস্য ও স্থানীয়দের জন্য মণ্ডপে পৃথক বসার ব্যবস্থা হবে। |