টুকরো খবর
মহিলাদের কিসানি কার্ড
কৃষক পরিবারের মহিলাদের স্বনির্ভর করতে কিসানি ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। গোটা দেশের মধ্যে এই ব্যাঙ্ক কিসানি ক্রেডিট কার্ড চালু করতে যাচ্ছে বলে ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সোমবার দাবি করেছেন। এ দিন তিনি বলেন, “নাবার্ড-সহ রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে প্রকল্প অনুমোদন মিলেছে। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং জেলার নয় হাজার মহিলাকে ওই ঋণ দেওয়া হবে। ইতিমধ্যে ৬ হাজার আবেদন পত্র ব্যাঙ্কের বিভিন্ন শাখায় জমাও পড়ে গিয়েছে।” মাস ছয়েক আগে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে নতুন শাখা খোলার কথা ঘোষণা করেন সৌরভবাবু। সৌরভবাবুর দাবি, “ছয় মাসের মধ্যে অনাদায়ী পাঁচ কোটি টাকা আদায় সহ ব্যাঙ্কের পরিষেবা মানুষের কাছে পৌঁছনো গিয়েছে।” তিনি জানান, এর ফলে কৃষক পরিবার বা যাঁদের সামান্য জমি আছে সেই মহিলারা চা-দোকান, মুড়ি-চিড়ে তৈরি করার মেশিন -সহ নানা কুটির শিল্পের মাধ্যমে নির্ভর হতে পারবেন। সন্তানের পড়ার খরচের টাকা পেতে পারেন। তাই কিসানি ক্রেডিট কার্ডের কথা ভাবা হয়। জমির ভিত্তিতে ২০ হাজার থেকে ১ লক্ষ টাকা ঋণ মিলবে।

পুলিশ নিষ্ক্রিয়, নালিশ মহিলার
হোটেল ব্যবসায়ী এক মহিলার উপর হামলা চালিয়ে মারধর এবং তাঁর ব্যবসার নথিপত্র কেড়ে নেওয়ার ঘটনার পর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠককরে ওই অভিযোগ তোলেন ওই মহিলা হোটেল ব্যবসায়ী সুচেতা বসু। গত ২২ সেপ্টেম্বর তাঁর উপর হামলার ঘটনার পর তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এ দিনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এর পরেই আইনজীবীকে সঙ্গে নিয়ে এ দিন তিনি সাংবাদিক বৈঠক করে অভিযোগ জানিয়েছেন। পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “অভিযোগ নিশ্চয়ই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঋণখেলাপির তালিকা তৈরি
ঋণ খেলাপিদের তালিকা তৈরির কাজ শুরু করেছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২০ বছর ধরে যাঁরা ব্যাঙ্কের ঋণ শোধ করেননি তার তালিকা তৈরি করে, পদক্ষেপ করবে ব্যাঙ্ক। সোমবার জলপাইগুড়িতে বার্ষিক সাধারণ সভায় ব্যাঙ্কের বকেয়া ঋণ আদায় করার পাশাপাশি আমানতকারীদের সুবিধের জন্য এটিএম পরিষেবাও চালু করার সিদ্ধান্ত হয়েছে। ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “আইন মেনেই পদক্ষেপ করা হবে।” ব্যাঙ্কের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করে দেখার আশ্বাসও দিয়েছেন সৌরভবাবু।

বিডিওকে ঘেরাও
বিধবা ও বার্ধক্য ভাতা, ত্রুটিপূর্ণ বিপিএল তালিকা সংশোধন, ইন্দিরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান-সহ সাত দফা দাবিতে নকশালবাড়ির বিডিওকে ঘেরাও করল বাগডোগরা অঞ্চল কংগ্রেস। সোমবার সভাপতি অমিতাভ সরকারের নেতৃত্বে ঘণ্টাখানেক বিডিওকে ঘেরাও করেন শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক। পরে বিডিও কিংশুক মাইতি আশ্বাস দেন পুজোর আগে আপাতত চার মাসের ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন। বাকি দাবিও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রা-পালা দুর্গাবাড়িতে
রথযাত্রায় কাঠামো পুজা করে মণ্ডপে প্রতিমার কাজ শুরু হয় শামুকতলার দুর্গাবাড়িতে। চার দিন মঞ্চ বেঁধে যাত্রার আসর বসে। মেলাও চলে। বাণেশ্বর থেকে পদ্ম আর ফাঁসখোয়া ঝোরা থেকে জল আনা হয় পুজোর জন্য। কোচবিহারের দিনহাটা থেকে আসেন ঢাক এবং সানাই শিল্পীরা। ৬৭ বছর ধরে চলছে এই ঐতিহ্য। পুজা কমিটির পক্ষে শিবেন পাল, রাজা চক্রবর্তী, সুভাষ ঘোষ বলেন, “সে সময় পুজো উদ্যোক্তরা নিজেরাই বাঁশ বেঁধে মঞ্চ বেঁধে যাত্রা-গানের আসর বসাতেন। বিদ্যুৎ না থাকায় গ্যাসের আলো জ্বালানো হত। পুরনো সেই ঐতিহ্য মেনে দুর্গাবাড়ির পুজোয় যাত্রার আয়োজন রাখা হয়।”

আজ রাতের উড়ান শুরু
আজ মঙ্গলবার থেকে বাগডোগরায় রাতের উড়ান শুরু হচ্ছে। স্পাইস জেটের প্রথম রাত উড়ানটি কলকাতার দমদম বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬ টা ১০-এ রওনা হবে। পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টায়। ওই বিমানটিই সাড়ে ৭ টায় ফের বাগডোগরা বিমানবন্দর থেকে রওনা হয়ে দমদমে যাবে বলে জানান পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের উত্তরবঙ্গের যুগ্ম নির্দেশক সুনীল অগ্রবাল। যাত্রীদলকে স্বাগত জানাতে অনুষ্ঠানের আয়োজন করেছে পর্যটন বিভাগ। ইস্টার্ন হিমালয়ান ট্যুর অ্যান্ড ট্র্যাভেল অপারেটার্স অ্যসোসিয়েশন ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সহযোগিতা করবে বলে জানা গিয়েছে।

বাগরাকোটে ধৃত মোর্চা নেতা
রবিবার রাতে মালবাজার থানার বাগরাকোট থেকে মণীশ তামাং নামে মোর্চার এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গত ২০১২ সালের এপ্রিল মাসে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ছিল। পাশাপাশি, চলতি বছরের অগষ্ট মাসে তৃণমূল কংগ্রেস বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ ও লিস রিভার চা বাগানের স্থানীয় তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুর করারও অভিযোগ রয়েছে।

পেনশনের দাবি
বকেয়া পেনশনের দাবিতে অবস্থান বিক্ষোভে বসল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। সোমবার শিলিগুড়িতে সংস্থার ডিপোতে ধর্নায় বসেন তাঁরা। মোট ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে বলে জানান পেনশনভোগী সংগঠনটির সম্পাদক অনন্ত দে সরকার।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.