সারদা অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের গুরুতর প্রতারণা তদন্তকারী সংস্থা (এসএফআইও)। একটি সূত্রের খবর, সারদা-কর্তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও নয়ছয়ের প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
এপ্রিলে সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি সামনে আসার পরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দুই সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং এসএফআইও তদন্তে নামে। ইডি সম্প্রতি সারদা গোষ্ঠীর অন্যতম কর্ণধার দেবযানী মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে। |
ব্যারাকপুর জেলা আদালতে সুদীপ্ত সেন। সোমবার। ছবি: সজল চট্টোপাধ্যায়। |
এ ছাড়াও সারদা-সহ ৬২টি অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে খোঁজখবর করার জন্য অর্থ মন্ত্রক বিদেশে থাকা সার্ভার পরিষেবা প্রদানকারী সংস্থার কাছে ওই সব সংস্থার তথ্য চেয়ে পাঠিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বিদেশি সংস্থা থেকে ওই তথ্য পাওয়ার পরে ডিসেম্বর নাগাদ চূড়ান্ত রিপোর্ট দিতে পারে এসএফআইও।
ঘটনাচক্রে সোমবারেই প্রতারণা সংক্রান্ত আরও একটি মামলায় সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে সাত দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যারাকপুর এসিজেএম আদালত। তনুশ্রী দে নামে এক মহিলা আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন সুদীপ্তের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বিচারক এ দিন ব্যারাকপুরের তালবাগানে সারদার শাখায় তল্লাশির নির্দেশ দেন পুলিশকে। আদালতের বাইরে সুদীপ্ত পাল্টা অভিযোগ করেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সুযোগ পেলে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলে জানান তিনি। |