ট্রান্সফরমার সারানোর পরেও ফের বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় বন্ধ রয়েছে শবদাহ করার বৈদ্যুতিক চুল্লি। প্রায় দু’মাস ধরে এই অবস্থা চলছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশানে। এর ফলে সমস্যায় পড়েছেন শবদাহ করতে আসা মৃতদের বাড়ির লোকজন। মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির অধীন এই শ্মশান কর্তৃপক্ষের বক্তব্য, “শ্মশানে বিদ্যুতের ব্যবস্থা করতে বার বার ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে দরবার করা হলেও এখনও কিছুই হয়নি। |
দক্ষিণ বিষ্ণপুর গঙ্গার ধারে প্রাচীন এই শ্মশানে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর শব দাহের জন্য আসে। দিনের পর দিন চিরাচরিত পদ্ধতিতে (কাঠ, রবার জ্বালিয়ে দাহ) শবদাহের ফলে এলাকায় দূষণ বাড়তে থাকায় ১৯৯৬ সালে পঞ্চায়েত সমিতির উদ্যোগে শ্মশানে বৈদ্যুতিক চুল্লি তৈরি হয়। চুল্লিটি দেখভালের জন্য চারজন স্থায়ী এবং ৬ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। শ্মশান কর্তৃপক্ষ সূত্রের খবর, মাস দুয়েক আগে ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় ওই চুল্লিতে শব দাহ বন্ধ হয়ে যায়। এ দিকে শবদাহের চাপ থাকায় নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে শ্মশান কর্তৃপক্ষকে।
স্থানীয় তৃণমূল বিধায়ক জয়দেব হালদার বলেন, “ওই শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নিয়ে সমস্যার কথা শুনেছি। চুল্লি চালু করতে বিদ্যুৎ দফতর যাতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয় সে জন্য তাদের বলা হয়েছে।” অন্যদিকে বিদ্যুৎ দফতরের বক্তব্য, ট্রান্সফরমার খারাপ হওয়ার পরে শ্মশান কর্তৃপক্ষ তাঁদের না জনিয়ে নিজেরাই তা সারিয়ে নেন। ওদের এ ব্যাপারে বিস্তারিত জানাতে বলা হলেও এখনও কিছু জানায়নি। সেই কারণেই বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।” |