এ বার বিশ্বকাপের নকশাতেও
ঢুকিয়ে ফেলা হোক যুবরাজকে
যুবরাজের টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনটা প্রত্যাশিতই ছিল। অনেকে হয়তো বলবেন এর আগেও তো ও টিমে এসে ছিটকে গিয়েছিল। এ বারও যাবে না, কে বলতে পারে? তাঁদের বলব এই যুবরাজ কিন্তু সেই যুবরাজ নয়। এখন যাঁকে দেখছেন, সে অনেক বেশি ফিট। গত এক মাসে ব্যাটিং, বোলিংয়ের পাশে ফিল্ডিংয়েও দারুণ উন্নতি করেছে। যার পিছনে রয়েছে ফিটনেস। মনে হচ্ছে, পুরনো যুবরাজ ফিরে এসেছে।
ক্যানসারজয়ী যুবরাজ এর আগেও টিমে এসেছিল ঠিকই। কিন্তু সে বার খুব তাড়াহুড়ো করে ফেলেছিল। প্রস্তুত ছিল না। মাঠে নামার পরও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ক্রিকেট থেকে বহু দিন দূরে থাকায় ওর রানিং, ফিল্ডিংয়ে প্রভাব পড়েছিল। মন্থর লাগছিল ওকে। এ বার দেখলাম, ওই সমস্যাগুলো আর নেই। চ্যালেঞ্জারে দেখুন ও কিন্তু দাপটে খেলেছে। মানসিক দৃঢ়তা ওর বরাবরই ছিল। এখন ফিটনেস লেভেলটাও অন্য জায়গায় চলে গিয়েছে।
আমি মনে করি, ২০১৫ বিশ্বকাপ টিমের ব্লু প্রিন্টে যুবরাজকে রেখেই এগনো উচিত। ওর এমন কিছু বয়স হয়নি। যদি ফিট থাকে এখন বিপজ্জনক। যে কোনও ম্যাচ পাল্টে দিতে পারে। যেটা ও অনেক বারই করে দেখিয়েছে, আবার দেখাবেও। আর বিশ্বকাপ কিন্তু অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডে। ওখানকার দ্রুত গতির বাউন্সি পিচে যুবরাজ ভাল খেলে দেবে। নির্বাচকরা বোধহয় সে সব ভেবেই যুবরাজকে টিমে রেখেছে। আর ফিটনসে, ব্যাটিং, ফিল্ডিং সব ব্যাপারে পরীক্ষা দিয়েই কিন্তু ওকে টিমে ঢুকতে হয়েছে।
তা ছাড়া টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে চার নম্বর জায়গাটা তো ফাঁকাই ছিল। দীনেশ কার্তিক এতগুলো সুযোগ পেয়েও তো কিছু করতে পারেনি। যুবরাজ সে ক্ষেত্রে একটা পরিপূর্ণ ‘প্যাকেজ’। ব্যাটিং আর ফিল্ডিং তো ছেড়েই দিন। পঞ্চম বোলার হিসেবেও ওকে ব্যবহার করা যেতে পারে। এখন অবশ্য এই দায়িত্বটা দারুণ সামলাচ্ছে রবীন্দ্র জাডেজা। কিন্তু উপমহাদেশীয় পরিবেশে যুবরাজের বোলিংকে ব্যবহার করার সুযোগ থাকবে। অনেক সময়ই দেখা যাচ্ছে তিন মিডিয়াম পেসার টিমে থাকলে একজনকেই পুরো দশ ওভার বল করানো যাচ্ছে। বাকি দু’জন মার খেয়ে যাচ্ছে। সেই খামতিটা জাডেজার পাশাপাশি যুবির বোলিং ঢেকে দিতে পারে।

নাম উঠল না গম্ভীর-সহবাগের
চার মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টিমে খুব বেশি পরিবর্তন করেননি নির্বাচকরা। এক মাত্র টি-টোয়েন্টি আর সাত ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম তিনটির দল নির্বাচনের বৈঠকে গৌতম গম্ভীর আর বীরেন্দ্র সহবাগের নামই ওঠেনি। বাদ দীনেশ কার্তিক, মুরলী বিজয়, ইরফান পাঠান, উমেশ যাদব। দলে এলেন যুবরাজ, রায়ডু, জয়দেব উনাদকট আর মহম্মদ সামি।

১৫ সদস্যের দল: মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, বিনয় কুমার, অমিত মিশ্র, অম্বাতি রায়ডু, সামি, জয়দেব উনাদকট।

ভালবাসা আর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ! দেশের হয়ে ফের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে আছি।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.