শহরে বিভিন্ন শপিং মল সংলগ্ন এলাকার যানজট নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, সাউথ সিটি এলাকার যানজট মেটাতে ইতিমধ্যেই পুরমন্ত্রী ও মেয়রের সঙ্গে কথা বলেছেন তিনি।
পুলিশ সূত্রের খবর, সাউথ সিটিতে আসা ভিড় এবং গাড়ির ফলে প্রিন্স আনোয়ার শাহ রোড ও আশপাশের রাস্তায় যানজট হচ্ছে। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। মহাকরণের একটি সূত্রে খবর, প্রিন্স আনোয়ার শাহ রোডে উড়ালপুল তৈরির কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়কে পুলিশের সঙ্গে কথা বলে প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ কলকাতা পুলিশের গোটা সংযোজিত এলাকায় ট্রাফিক ব্যবস্থা উন্নত করার কথা বলেছেন। |
উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মল ঘুরে দেখাচ্ছেন সঞ্জীব গোয়েন্কা।
সঙ্গে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার। —নিজস্ব চিত্র। |
সোমবার পার্ক সার্কাসে আরপি-সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠীর একটি নতুন শপিং মল উদ্বোধনে গিয়েও এই প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শহরের মলগুলির সামনে যানজটের সম্ভাবনা থাকে। এই এলাকায় যাতে যানজট না হয়, সে বিষয়ে সংস্থা কর্তৃপক্ষ ও পুলিশ কথা বলুন।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বহু বিশিষ্ট জন। |