ক্রাইস্ট চার্চ স্কুলের প্রধান শিক্ষিকা হেলেন সরকারকে ৩১ ডিসেম্বর ফের হাজিরার নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। ছাত্রী ঐন্দ্রিলার মৃত্যুর পরে তার বাবা শান্তনু দাস স্কুল-কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেন। ১২ সেপ্টেম্বর ওই স্কুলে ভাঙচুর হয়। সে দিনই গ্রেফতার হন হেলেন সরকার। তিন দিন পরে তাঁর জামিন হয়। সোমবার ছিল তাঁর হাজিরার দিন। এ দিন দুপুরে আদালতে হাজিরা দেন তিনি। চার্চ অফ নর্থ ইন্ডিয়ার কলকাতা ডায়োসেসের সাম্মানিক সচিব আবির অধিকারী বলেন, “প্রধান শিক্ষিকা ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। তার পরে কাজে যোগ দেবেন।”
|
আইনজীবীদের বিক্ষোভের জেরে সোমবার বন্ধ থাকল শিয়ালদহ আদালতের কাজকর্ম। আইনজীবীরা জানান, শিয়ালদহ দেওয়ানি আদালত ব্যারাকপুর ও সল্টলেকে সরিয়ে নেওয়ার কথা হয়েছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। ফৌজদারি আদালতে হাজিরা দিতে আসা কোনও অভিযুক্তকেও ভিতরে নিয়ে যেতে দেওয়া হয়নি এ দিন। আদালত সূত্রে খবর, কোনও মামলার শুনানিও হয়নি। জরুরি ফৌজদারি মামলা আলিপুর আদালতে পাঠানো হয়।
|
অন্তর্ধানের ২১ দিন পরে ছাত্র উদ্ধার |
বেলেঘাটার একটি বেসরকারি স্কুলের নিখোঁজ ছাত্র শান্তনু মণ্ডলকে পাওয়া গেল ব্যারাকপুর স্টেশনে। ৯ সেপ্টেম্বর সে ছাত্রাবাস থেকে উধাও হয়ে যায়। তার পরিবার স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছিল। পরিচিত এক ব্যক্তি সোমবার রাতে শান্তনুকে ব্যারাকপুর স্টেশনের কাছে ঘুরতে দেখে ব্যারাকপুর থানায় খবর দেন। সেখানকার পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে ব্যারাকপুর জিআরপি-তে পৌঁছে দেয় এবং বেলেঘাটা থানাকে সব জানায়। বেলেঘাটার পুলিশ ব্যারাকপুরে গিয়ে শান্তনুকে নিয়ে আসে কলকাতায়। দক্ষিণ ২৪ পরগনার বামুনঘাটায় ছাত্রটির বাড়িতে খবর দেওয়া হয়। তার বাবা-মা বেলেঘাটা থানায় যান। নিখোঁজ হওয়ার পরে তদন্তে নেমে পুলিশ জানিয়েছিল, ছেলেটি স্কুল থেকে পালিয়ে গিয়েছে। কেন, কী ভাবে সে ব্যারাকপুরে পৌঁছল, সেই ব্যাপারে গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
|
মান্না দে-র টাকা নিয়ে তদন্তের নির্দেশ |
প্রবীণ সঙ্গীতশিল্পী মান্না দে-র ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা সরানো নিয়ে পারিবারিক বিরোধ পারিবারিক স্তরে মেটানো সম্ভব নয় বলে জানাল কলকাতা হাইকোর্ট। গিরিশ পার্ক থানায় মান্নাবাবুর মেয়ে সুমিতা দেবের অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মান্নাবাবু এবং তাঁর ভাইপো তড়িৎ দে-র জয়েন্ট অ্যাকাউন্ট ও লকার থেকে তড়িৎবাবু নগদ ৩০ লক্ষ টাকা, গয়না ইত্যাদি না-জানিয়ে সরান বলে অভিযোগ। তড়িৎবাবু এই অভিযোগ অস্বীকার করেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তদন্ত সেরে ১০ সপ্তাহের মধ্যে পুলিশকে নিম্ন আদালতে চার্জশিট দিতে হবে। তদন্তে কী জানা গেল, ১৪ সপ্তাহের মধ্যে জানাতে হবে হাইকোর্টেও।
|
কুণালকে বাদ দিচ্ছে পুরসভাও |
কলকাতা পুরসভার রাস্তার নামকরণ কমিটির সদস্য-পদ থেকে সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে। ২০১০ সালে ক্ষমতায় আসার পরে তৃণমূল শাসিত পুরবোর্ডে বেশ কয়েকটি কমিটি নতুন করে গড়া হয়। তার মধ্যে রাস্তার নামকরণ কমিটিও ছিল। মূলত শহরের বিভিন্ন রাস্তার নতুন নামকরণের সুপারিশ করাই ওই কমিটির কাজ। ২০১১ সালে ওই কমিটির সদস্য করা হয় কুণালবাবুকে। সম্প্রতি তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ায় ওই কমিটি থেকেও তাঁকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার পুরসভা সূত্রে জানা গিয়েছে।
|