...সময় এল কাছে
কোথাও সৃষ্টির পাঠ, কোথাও আশীর্বাণী
পুজো মানে সৃষ্টির আনন্দ অথবা চারপাশের সমস্যাকে নতুন চোখে দেখে সচেতনতার পাঠ দেওয়ার চেষ্টা। কবিতীর্থ পার্কের খিদিরপুর মিলন সঙ্ঘ তাঁদের ৭৪তম বছরে বেছে নিয়েছেন বন্যপ্রাণী সচেতনতাকে। ভারতের জাতীয় পাখি ময়ূরকে কী ভাবে রক্ষা করা যায় বিলুপ্তির হাত থেকে, সেটাই দেখাবেন উদ্যোক্তারা। কাঠের তৈরি মণ্ডপ ময়ূরের আদলে। এলইডি আলোয় ফুটে উঠবে ময়ূরপুচ্ছের সাত রং।
অনেকটা একই ভাবনার শরিক খিদিরপুর উদয়ন ক্লাব। ধূমপানে স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে, সেটাই দেখানো হবে সেখানে। মণ্ডপ সিগারেটের আকারে। ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে দুর্গার আশিস প্রার্থনা করছে তিন অসুর। সভ্যতার সঙ্গে সঙ্গে প্রয়োজনের তাগিদে মানুষ বারবার আঘাত করেছে প্রকৃতিকে। পরিবর্তে এসেছে প্রকৃতির আগ্রাসন। ভূমিকম্প, সুনামি নানা বিপর্যয়ে জীবন আজ অনিশ্চয়তার মুখোমুখি। সভ্যতার এই সঙ্কটকেই থিম হিসেবে বেছে নিয়েছে বনহুগলির লেক ভিউ পার্ক সর্বজনীন দুর্গোৎসব সমিতি। লুডোর ছক্কার আকারের মণ্ডপে প্রকৃতির দ্বৈত সত্তা। বাইরে সবুজ ধ্বংসের পরিণতি। ভিতরে সেই সঙ্কট থেকে মুক্তির পথের সন্ধান। সবুজায়নের বার্তা দিতে এগিয়ে এসেছে অশোকনগরের কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটিও। মণ্ডপসজ্জায় থাকবে ঘাস ও চারা। প্রতিমা বনদেবীর আদলে।
গ্রামবাংলার এক প্রাচীন, ভগ্নপ্রায় মন্দিরকে তুলে আনবে গুরুদাস দত্ত গার্ডেন লেন সর্বজনীন। সেই মন্দিরের জায়গায় জায়গায় মাকড়সার জাল, বটের ঝুরি। ভিতরে একচালার প্রতিমা। বরাবরই নিষ্ঠাভরে পুজো করে নিউ ব্যারাকপুরের সমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ। এই পুজোয় ব্যবহৃত হয় গৌরীকুণ্ডের জল ও মানস সরোবরের মাটি। দেবীর চিন্ময়ী রূপ।
লেকটাউন-যশোহর রোড মোড়ে গ্রিনপার্ক বি-ব্লকের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তুলে ধরেছে মূল্যবৃদ্ধির সমস্যাকে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির ফলে জীবন আজ সঙ্কটের মুখোমুখি। পরিত্রাণ পেতে ভরসা দুর্গাই। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তাই শঙ্খধ্বনির মধ্যে দিয়ে শোনাবেন দেবীর আশীর্বাণী। মণ্ডপসজ্জায় মাছের জালের ব্যবহার।
থিমের দৌড় থেকে একটু আলাদা গল্ফ ক্লাব রোড দুর্গাপূজা কমিটি। প্যাগোডার আদলে মণ্ডপ। ভিতরে জমিদারবাড়ি। চন্দননগরের আলোয় ফুটে উঠবে শিক্ষার প্রসার-বার্তা। ঢাকুরিয়ার বান্ধব সম্মিলনীর পুজোয় এক রাজবাড়ির ঠাকুরদালানে মহাশক্তির আরাধনা। শহিদনগর সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে দেখা যাবে বাংলা ও তিব্বতের স্থাপত্যের মেলবন্ধন। দেবী দুর্গার কাছে ধর্ম-সংস্কৃতির কোনও ভেদ নেই, এই পুজো সেই সচেতনতার প্রসারে মেলাবে নিজেদের। পুজোয় যদি চান বিনামূল্যে লাদাখ থেকে ঘুরে আসতে, তা হলে যান রাণী রাসমণি গার্ডেন লেনের কিশোর সঙ্ঘে।
সেখানে এ বার লাদাখের বৌদ্ধ শান্তিস্তূপ। মণ্ডপের মাঝে গৌতম বুদ্ধের ধ্যানরত মূর্তি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.