পরিকাঠামো শিল্পে অগস্টে উৎপাদন বাড়ল ৩.৭ শতাংশ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
চলতি খাতে বৈদেশিক মুদ্রার লেনদেন ঘাটতি বাড়া নিয়ে উদ্বেগের মধ্যেই কিছুটা আশার আলো দেখাল ৮টি পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধির হার। গত সাত মাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়ে অগস্টে তা ছুঁয়েছে ৩.৭ শতাংশ। বিদ্যুৎ, সিমেন্ট, ইস্পাত ও সার শিল্পের হাত ধরেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। গত বছরের একই সময়ে অবশ্য এই হার ছিল অনেকটাই বেশি, ৬.১ শতাংশ। |
সার্বিক শিল্পোৎপাদন বৃদ্ধির হার হিসাবের ক্ষেত্রে পরিকাঠামো শিল্পের গুরুত্ব ৩৮ শতাংশ। তাই অগস্টে এই শিল্পের উৎপাদন ৩.৭ শতাংশ হারে বাড়ায় সাধারণ ভাবে শিল্প বৃদ্ধিও ভাল হবে বলে সংশ্লিষ্ট সূত্রে আশা প্রকাশ করা হয়েছে। এপ্রিল থেকে অগস্টের হিসাব ধরলে অবশ্য পরিকাঠামো শিল্পে সরাসরি উৎপাদন কমেছে ২.৩ শতাংশ।
অগস্টে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৬.৭ শতাংশ। গত বছর একই সময়ে তা ছিল ১.৯ শতাংশ। সিমেন্ট বেড়েছে ৫.৫ শতাংশ। আগের বছরের হার ০.৪ শতাংশ। ইস্পাত গত বছরের ২.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.৩ শতাংশ। সার বেড়েছে ১.৭ শতাংশ। গত বছর কমেছিল ২.১ শতাংশ। অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কমেছে। পেট্রোলিয়াম শোধন ক্ষেত্রে উৎপাদন বেড়েছে ৪.৯ শতাংশ। গত বছর ছিল ৩১.৮ শতাংশ। কয়লা বেড়েছে ৫.৫ শতাংশ। গত বছর তা বেড়েছিল ১১.৮ শতাংশ। |