রান্নার গ্যাস বুকিং নিয়ে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সোমবার কলকাতার বেশ কিছু এলাকায় ফোনের মাধ্যমে গ্যাস বুকিং করতে গিয়ে সমস্যায় পড়েন গ্রাহকেরা। আইভিআরএস পদ্ধতিতে ফোনে গ্যাস বুক করার সময়ে মাঝপথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ করেন তাঁরা। ইন্ডেন ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজনবিহারী বিশ্বাস বলেন, বেহালা, পার্কসার্কাস, সল্টলেক-সহ কিছু এলাকা থেকে গ্রাহকেরা এই সমস্যার কথা জানিয়েছেন। ইন্ডেনের এক কর্তা রাতে জানান, মোবাইল সংস্থা আইডিয়া-র সঙ্গে জোট বেঁধে তাঁরা এই পরিষেবা দেন। সেখানে প্রযুক্তিগত সমস্যা হওয়ায়, কিছু অঞ্চলে অল্প সময়ের জন্য গ্যাস বুকিং করা যায়নি। তাঁর দাবি, এ দিন রাত থেকেই এই সমস্যা মিটে গিয়েছে।
|
প্রয়াগ ইনফো হাই-রাইজ ও তার প্রোমোটারদের বাজার থেকে অর্থ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করল সেবি। অভিযোগ, ২০০৭-’০৯-এ বেআইনি ভাবে লগ্নিকারীদের কাছ থেকে প্রায় ৩৪১ কোটি টাকা তুলেছে তারা। অন্য দিকে সেবি-র আপিল ট্রাইব্যুনাল প্যান এশিয়া অ্যাডভাইজর্স ও তার প্রোমোটার অরুণ পঞ্চারিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল। ১০ বছর তাঁর লেনদেন নিষিদ্ধ করে সেবি। |