রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত টাস্ক ফোর্স সম্প্রতি রিপোর্ট পেশ করেছে। কৃষি, সেচ-সহ বেশ ক’টি দফতরের মন্ত্রীদের নিয়ে গঠিত টাস্ক ফোর্সের হিসেব বলছে, পশ্চিমবঙ্গে বছরে প্রায় ১৫ লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হয়, যেখানে চাহিদা ১৬ লক্ষ টনের বেশি। মোট উৎপাদনের প্রায় ৯৭% হয় বেসরকারি উদ্যোগে। মাছ-চাষে প্রত্যক্ষ-পরোক্ষে জড়িত ৩০ লক্ষ মানুষ। মাছের উৎপাদন বাড়াতে টাস্ক ফোর্স বিভিন্ন সুপারিশও করেছে, যা দ্রুত কার্যকর করার বিষয়টি খতিয়ে দেখছেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র। সুপারিশগুলি নিয়েই এই প্রতিবেদন।
প্রতিবেদক: পিনাকী বন্দ্যোপাধ্যায় |
জরুরিভিত্তিক পরিকল্পনা |
|
|
• পুর-পঞ্চায়েত ও সরকারি দফতরের জলাশয়ে মাছ চাষ
• রাজ্য মৎস্য কমিশন গঠন
• মাছ-চাষের জলাশয়ের লিজ-মেয়াদ বাড়িয়ে সাত বছর
• বড় মাছ চাষের জন্য বড় জলাশয় খনন
• হ্যাচারি ইত্যাদিতে বিদ্যুৎ-মাসুল কমিয়ে কৃষির হারে
• ডায়মন্ড হারবারে ইলিশ গবেষণা প্রতিষ্ঠান তৈরি
• পাঁচশো গ্রামের কম ওজনের ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ
• মৎস্যচাষিদের সামাজিক সুরক্ষাবৃদ্ধি |
|
স্বল্পমেয়াদি পরিকল্পনা |
দীর্ঘমেয়াদি পরিকল্পনা |
• নানা প্রজাতির কুচো মাছের চাষ
• সুন্দরবনে বড় পুকুর খুঁড়ে মাছ চাষ
• ভাল মানের মাছের ডিম পেতে
• হ্যাচারি তেলাপিয়া চাষে উৎসাহ
• সমুদ্রে মাছের সংখ্যা বাড়িয়ে মাছ ধরার ব্যবস্থা
• মাছের রোগ নির্ণয়ে প্রতি জেলায় গবেষণাগার |
• জলজ প্রাণিবিজ্ঞান সংক্রান্ত নতুন বিশ্ববিদ্যালয়
• মাছ-নির্ভর নতুন শিল্পতালুক
• স্বনির্ভর গোষ্ঠী মারফত মৎস্যখাদ্য উৎপাদন বৃদ্ধি
• পাহাড়ের ঝোরায় মাছ চাষে উৎসাহ
• উপকূলে নতুন বরফকল, বিদ্যুৎ-মাসুলে ছাড়
• নামখানায় নয়া মৎস্যবন্দর, অন্যগুলির আধুনিকীকরণ |
|