জুন থেকে টানা সাত বার বাড়ার পর অবশেষে লিটার পিছু ৩.০৫ টাকা দাম কমলো পেট্রোলের। কলকাতায় কর যোগ করে ওই দর কমছে প্রতি লিটারে ৪.১১ টাকা। নতুন দাম লিটারে ৭৯.৫১ টাকা। গত পাঁচ বছরে এক দফায় কখনও এতটা কমেনি পেট্রোলের দাম।
এ দিকে, একই সঙ্গে ডিজেলের দাম ৫০ পয়সা বাড়ানোর কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল। কলকাতায় যা ৫৭ পয়সা বেড়ে হল ৫৬.৯০ টাকা। বাড়ানো হয়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও। কলকাতায় ৬৮.৫০ টাকা বেড়ে যা দাঁড়িয়েছে ১,০৩৫.৫০ টাকা। মধ্যরাত্রি থেকেই নতুন দর কার্যকর হয়েছে। গত দু’সপ্তাহে টাকার দাম রেকর্ড উচ্চতা থেকে নেমে এসেছে অনেকটাই। পাশাপাশি, ঠেকানো গিয়েছে সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হানা। যার ফলে বিশ্ব বাজারে অশোধিত তেলের দরও কমেছে। যে কারণে দেশে পেট্রোলের দাম কমানো হল বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। তবে, ভর্তুকিতে ডিজেল এবং রান্নার গ্যাস বিক্রির ফলে এখনও লোকসান হচ্ছে তাদের। তা পুষিয়ে নিতে ওই দুই পণ্যের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত বলে দাবি তেল সংস্থাটির।
উল্লেখ্য, গত মে মাসের পর থেকে সাত বারে লিটারে মোট ১০.৮০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম (কর যোগ করার আগে)। পাশাপাশি, জানুয়ারিতে কেন্দ্র প্রতি মাসে ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ন’বারে ৫.৩৯ টাকা বেড়েছে ওই পণ্যটির দরও। ইন্ডিয়ান অয়েলের দাবি, টাকার দামের পতনের কারণে যতটা ক্ষতি মিটবে বলে মনে করা হয়েছিল তা হয়নি। ফলে এ বারের দাম বাড়ানো সত্ত্বেও সব মিলিয়ে চলতি অর্থবর্ষে ভতুর্কিতে ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাস বিক্রি করে তাদের ক্ষতি হবে প্রায় ৭৩,৫০০ কোটি টাকা। |