চিনে ট্রলারডুবি, নিখোঁজ ৭৪ জন
সংবাদ সংস্থা • বেজিং |
টাইফুন উতিপে বিপর্যস্ত মন্দিরে বুদ্ধের দু’টি মূর্তি। গুয়াংদং প্রদেশের জিয়েশি শহরে। ছবি: রয়টার্স |
একের পর এক টাইফুনের আঘাতে বিপর্যস্ত চিন। রবিবার বিকেলে চিন-ভিয়েতনাম সীমান্তে মাছ ধরতে গিয়েছিল চিনের পাঁচটি ট্রলার। তারা টাইফুন উতিপের কবলে পড়ে। পাঁচটির মধ্যে তিনটি ট্রলার ডুবে যায়। রবিবার রাতে জিনশা দ্বীপের কাছে ঘটনাটি ঘটে। এর পর থেকেই ৮৮ জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন। উদ্ধারকর্মীরা পরে ১৪ জনকে উদ্ধার করলেও সোমবার রাত পর্যন্ত ৭৪ জন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উদ্ধার হওয়া মৎসীজীবীদের বিশেষ কপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিনের দক্ষিণ দিকে গুয়াংডং প্রদেশের প্রশাসন জানিয়েছেন, শুক্রবার রাতেই উতিপের আছড়ে পড়ার কথা মৎস্যজীবীদের জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে ২১ বার ওই অঞ্চলে ছোটখাটো টাইফুন হামলার ঘটনা ঘটায় মৎস্যজীবীরা এ বার সতর্কবার্তায় বিশেষ কান দেননি। যদিও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, টাইফুন উতিপ খুবই জোরালো, ক্যাটেগরি ফোর। এবং এ কথা মৎস্যজীবীদের আগেই জানানো হয়েছিল। তাঁরা প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করেই মাছ ধরতে গিয়েছিলেন বলে দাবি প্রশাসনের। |
ধারাবাহিক বিস্ফোরণ, ইরাকে নিহত ৫১
সংবাদ সংস্থা • বাগদাদ |
ধারাবাহিক গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ৫১ জন। আহত দেড়শোরও বেশি। সোমবার সকালে ইরাকের একাধিক অঞ্চলের ঘটনা। পুলিশ জানিয়েছে, সব চেয়ে মারাত্মক বিস্ফোরণটি ঘটেছে পূর্ব সদর জেলায়। একটি বাজারের লাগোয়া পার্কিং এলাকায় রাখা গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটায় ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। আহত হন ১৬ জন। এর পরপরই শিতে, হাবিবিয়া, সাবা-আল-বোর, কাজিমিয়া, শাব, উর, শুলা, জামিয়া ও গজলিয়া অঞ্চলে আরও দশটি গাড়িবোমা বিস্ফোরণ হয়। বাড়তে থাকে নিহতের সংখ্যা। |
ক্রমশ ডুবছে ভেনিস, দাবি বিজ্ঞানীদের
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
গন্ডোলায় চেপে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়ানোই ভেনিসের বৈশিষ্ট্য। তাই তো এর নাম দেওয়া হয়েছে ভাসমান শহর। প্রকৃতির নিয়মে প্রতি বছরই অল্প অল্প করে তলিয়ে যায় ভেনিস। কিন্তু তা ঘটে খুবই ধীর গতিতে। এর জন্য শহরের পরিকাঠামোয় বিভিন্ন রদবদলও করা হয়েছে। তবে বিজ্ঞানীরা সতকর্বার্তা পরিবেশ দূষণ না কমালে এত রদবদলেও কোনও লাভ নেই। সম্প্রতি দু’টি উপগ্রহ চিত্র পরীক্ষা করে ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক জানিয়েছেন, স্বাভাবিকের থেকে অনেক দ্রুত হারে ডুবছে ভেনিস। কারণ, দূষণ যত বাড়ছে ততই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। গলছে বরফ। ডুবছে ভেনিস। |
তদন্তে গিয়ে প্রসব করাল পুলিশ
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিলেন মার্কিন পুলিশ অফিসার জেন কিম্পটন। কিন্তু সেখানে গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হলেন, তা আর যাই হোক, পুলিশি কর্তব্যের মধ্যে পড়ে না। প্রসব যন্ত্রণায় ছটফট করছেন এক মহিলা, বাড়িতে একটি ছোট ছেলে ছাড়া আর কেউ নেই। সঙ্গে সঙ্গেই চিকিৎসকের ভূমিকা নিয়ে নেন কিম্পটন। তাঁর সাহায্যেই একটি কন্যাসন্তানের জন্ম দেন মহিলা। |
সিসিটিভি ফুটেজে সামান্থা
সংবাদ সংস্থা • নাইরোবি |
ওয়েস্টগেট শপিং মলের সাম্প্রতিক জঙ্গি হামলায় বারবার নাম উঠে এসেছে ‘শ্বেতাঙ্গ বিধবা’ সামান্থা লেউথওয়েটের। আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ হাইকমিশনের ফুটেজেও পাওয়া গেল তার ছবি। গোয়েন্দাদের ধারণা, অনেক দিন ধরেই হামলার ছক কষছিল সে। সামান্থা ওয়েস্টগেটে নিহত হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। |
সর্বজিতের কৌঁসুলি
সংবাদ সংস্থা • লাহৌর |
একাধিক বার প্রাণনাশের হুমকি পাওয়ায় সপরিবার সুইডেনে আশ্রয় নিলেন সর্বজিৎ সিংহের পাক আইনজীবী আওয়াইস শেখ। পাকিস্তানের কোট লাখপত জেলে বোমা বিস্ফোরণ ও ভারতের হয়ে চরবৃত্তিতে অভিযুক্ত সর্বজিৎ সিংহের মৃত্যুর পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন শেখ। |