কে মল্লিক জন্মজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আসল নাম মুন্সী মহম্মদ কাশেম। কিন্তু বাংলার সঙ্গীতজগতে বিখ্যাত হয়েছিলেন ‘কে মল্লিক’ নামে। ৫ অক্টোবর, শনিবার বর্ধমান রাজ কলেজ প্রেক্ষাগৃহে সেই বিস্মৃতপ্রায় শিল্পীরই ১২৫তম জন্মবর্ষ উদ্যাপনের আয়োজন করেছে বর্ধমান ইতিহাস সন্ধান। ১৮৮৮ সালে কুসুমগ্রামে সামান্য চাষি পরিবারে জন্মে প্রতিভার জোরে তিনি সর্বভারতীয় সঙ্গীতজগতে প্রতিষ্ঠিত হন। উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ইতিহাসকার আব্দুস সামাদের। সঙ্গীতশিল্পী তথা গবেষক দেবজিত্ বন্দ্যোপাধ্যায়, গ্রামোফোন রেকর্ড সংগ্রাহক সুশান্তকুমার চট্টোপাধ্যায় প্রমুখ কথায়-গানে শিল্পীকে স্মরণ করবেন।
|
লরির পিছনে বাসের ধাক্কা, আহত ২০
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় আহত হলেন ২০ জন বাসযাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে গলসির শিমনোড় গ্রামের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ জিটি রোডে আচমকা থেমে যায় একটি লরি। পিছনেই ছিলকালনা-আসানসোল রুটের একটি বাস। সেটি নিয়ন্ত্রন রাখতে না পেরে লরির পিছনে ধাক্কা মারে। আহত হন ২০ জন বাসযাত্রী। আহতদের প্রথমে পুরষা স্বাস্থ্য কেন্দ্র ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিত্সার পর ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিরা এখনও চিকিত্সাধীন।
|
জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অগ্রদ্বীপ সুবোধ চৌধুরী স্মৃতি বিদ্যালয়ের ৬টি আসনেই জয়লাভ করল তৃণমূলের প্রার্থীরা। রবিবার ওই স্কুলে নির্বাচন হয়। ওই দিন সন্ধ্যাতেই ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পরে উত্সবে মেতেন ওঠেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। |